নিউইয়র্ক ০৯:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মোদির স্বপ্নের বন্দে ভারতে কী কী সুবিধা মিলছে

হককথা ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৪৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪
  • / ১৮৫ বার পঠিত

বন্দে ভারত স্লিপার কোচের প্রোটোটাইপ ভার্সনের উন্মোচন করেছেন দেশটির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

তিনি জানিয়েছেন, বন্দে ভারত এক্সপ্রেস স্লিপার ট্রেনটিতে মোট ১৬টি কোচ ও ৮২৩টি বার্থ থাকবে। আগামী তিন মাসের মধ্যে ট্রেনটি যাত্রীদের জন্য চালু করা হবে।

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের সেমি হাই স্পিড ট্রেনে বিছানায় শুয়ে সফর করতে পারবেন যাত্রীরা।

ভাড়া কত হবে স্লিপার কোচের?
মধ্যবিত্তের কথা মাথায় রেখে সাশ্রয়ী ভাড়া নিয়ে চিন্তাভাবনা চলছে। এই ট্রেনের ডিজাইনেও আনা হয়েছে অনেক পরিবর্তন। রক্ষণাবেক্ষণ কর্মীদের জন্য আলাদা কেবিনও তৈরি করা হয়েছে।

বন্দে ভারত ট্রেনের স্লিপার কোচের প্রথম ছবি ইতোমধ্যে সামনে এসেছে। বন্দে ভারত এক্সপ্রেসের সাড়া জাগানো সাফল্যের পরে, ভারত সরকার এখন বন্দে ভারত স্লিপার এবং বন্দে মেট্রো চালু করার প্রস্তুতি নিচ্ছে।

বেঙ্গালুরুতে প্রথম বন্দে ভারত স্লিপার কোচ প্রোটোটাইপ ভার্সন উন্মোচন করে বৈষ্ণব বলেন, ট্রেনটি সম্ভবত আগামী ৩ মাসের মধ্যে পরিষেবার জন্য চালু করা হবে।

গত ৩১ আগস্ট, নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেছিলেন। তখন তিনি বলেন, বর্তমানে দেশব্যাপী ১০২টি বন্দে ভারত ট্রেন চালু রয়েছে, যাত্রীরা সেগুলোতে ভ্রমণ করেছেন। সূত্র: ঢাকা পোষ্ট।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

মোদির স্বপ্নের বন্দে ভারতে কী কী সুবিধা মিলছে

প্রকাশের সময় : ০২:৪৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪

বন্দে ভারত স্লিপার কোচের প্রোটোটাইপ ভার্সনের উন্মোচন করেছেন দেশটির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

তিনি জানিয়েছেন, বন্দে ভারত এক্সপ্রেস স্লিপার ট্রেনটিতে মোট ১৬টি কোচ ও ৮২৩টি বার্থ থাকবে। আগামী তিন মাসের মধ্যে ট্রেনটি যাত্রীদের জন্য চালু করা হবে।

ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের সেমি হাই স্পিড ট্রেনে বিছানায় শুয়ে সফর করতে পারবেন যাত্রীরা।

ভাড়া কত হবে স্লিপার কোচের?
মধ্যবিত্তের কথা মাথায় রেখে সাশ্রয়ী ভাড়া নিয়ে চিন্তাভাবনা চলছে। এই ট্রেনের ডিজাইনেও আনা হয়েছে অনেক পরিবর্তন। রক্ষণাবেক্ষণ কর্মীদের জন্য আলাদা কেবিনও তৈরি করা হয়েছে।

বন্দে ভারত ট্রেনের স্লিপার কোচের প্রথম ছবি ইতোমধ্যে সামনে এসেছে। বন্দে ভারত এক্সপ্রেসের সাড়া জাগানো সাফল্যের পরে, ভারত সরকার এখন বন্দে ভারত স্লিপার এবং বন্দে মেট্রো চালু করার প্রস্তুতি নিচ্ছে।

বেঙ্গালুরুতে প্রথম বন্দে ভারত স্লিপার কোচ প্রোটোটাইপ ভার্সন উন্মোচন করে বৈষ্ণব বলেন, ট্রেনটি সম্ভবত আগামী ৩ মাসের মধ্যে পরিষেবার জন্য চালু করা হবে।

গত ৩১ আগস্ট, নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করেছিলেন। তখন তিনি বলেন, বর্তমানে দেশব্যাপী ১০২টি বন্দে ভারত ট্রেন চালু রয়েছে, যাত্রীরা সেগুলোতে ভ্রমণ করেছেন। সূত্র: ঢাকা পোষ্ট।