বিতর্কিত নির্বাচনে কঙ্গোতে ৮২ প্রার্থীর ভোট বাতিল
- প্রকাশের সময় : ০৫:৫৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
- / ৩৯ বার পঠিত
কঙ্গোর নির্বাচন কমিশন দেশটির ১ লাখ ১০০১ জন প্রার্থীর মধ্যে ৮২ জনের ভোট বাতিল করে দিয়েছে। ছবি : রয়টার্স
আন্তর্জাতিক ডেস্ক : কঙ্গোর নির্বাচন কমিশন জানিয়েছে দেশটির ১ লাখ ১০০১ জন প্রার্থীর মধ্যে ৮২ জনের ভোট বাতিল করা হয়েছে। জালিয়াতি এবং অন্যান্য কিছু অসংগতির জন্য এটি করা হয়েছে। এদিকে বিরোধীরা ডিসেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের ভোট পুনরায় গ্রহণের জন্য আহ্বান জানিয়েছে।
এদিকে যাদের ভোট বাতিল করা হয়েছে তাদের মধ্যে জাতীয়, প্রাদেশিক এবং পৌরসভার প্রতিদ্বন্দ্বীগণ রয়েছেন। আর যাদের ফল এখনও প্রকাশ করা হয়নি তাদের জন্য ২০ ডিসেম্বরের ভোটের ফলাফল কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রকে আরও অস্থিতিশীলতার মধ্যে ফেলে দিতে পারে বলে বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
শুক্রবার সিইএনআই নির্বাচন কমিটি অবশ্য প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণের বিষয়ে কিছু জানায়নি। এর আগে ২০ ডিসেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ফেলিক্স শিসেকেডি বিশাল বিজয় ছিনিয়ে আনে। সেসময় বিরোধীরা ব্যাপক নির্বাচনী অনিয়মের অভিযোগ আনেন।
নির্বাচন কমিশন বলেছে- ভোটার, তাদের কর্মীরা নির্বাচনের সময় সহিংসতা, ভাঙচুর এবং নাশকতার যেসব কাজের সঙ্গে যুক্ত ছিলেন সেগুলোর বিষয়ে তদন্ত শুরু হয়েছে। তদন্তের ফলেই ৮২ জন আইনপ্রণেতার প্রার্থিতা বাতিল করা হয়েছে। একইসঙ্গে ৪৮৪ টি নির্বাচনী এলাকার মধ্যে দুটিতে সব স্তরের নির্বাচন সম্পূর্ণ বাতিল করেছে কমিশন। এছাড়াও স্থানীয় নিরাপত্তা সমস্যা দেখিয়ে আরও ১৬ জনকে ইতিমধ্যেই নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে। বাদ যাওয়া ৮২ জনের মধ্যে চার ভারপ্রাপ্ত প্রাদেশিক গভর্নর এবং তিনজন সরকারি মন্ত্রী ছিলেন।
এদিকে নির্বাচন ইস্যুতে কঙ্গোর ইবুতেলি গবেষণা ইনস্টিটিউটের রাজনৈতিক বিশ্লেষক ত্রেসর কিবাংগুলা বলেছেন, এই ধরনের অনিয়ম কীভাবে প্রেসিডেন্ট নির্বাচনকে প্রভাবিত করেনি তা দেখা আসলেই কঠিন। বিশেষ করে যেসব ব্যালট একই দিনে একই ইলেকট্রনিক ভোটিং ডিভাইসের মাধ্যমে পরিচালিত হয়েছিল, সেসব নজরে আনা দরকার। সূত্র – রয়টার্স
হককথা/নাছরিন