বিজ্ঞাপন :
একদিনে ৪২ জাদুঘর দর্শন
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০২:৫৬:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
- / ৪০ বার পঠিত
একদিনে ৪২টি জাদুঘর পরিদর্শন করে রেকর্ড গড়েছেন ব্রিটিশ ব্যক্তি। ৪২ বছর বয়সী বেন মেলহাম তার সন্তানদের সাথে ২৪ ঘণ্টায় ৪২টি জাদুঘর পরিদর্শন করে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন। ৫ অক্টোবর তারা একটি স্কুটার ব্যবহার করে বীকন আর্ট গ্যালারি, ব্রিটিশ মিউজিয়াম এবং প্রাকৃতিক ইতিহাস জাদুঘরসহ ৪২টি জাদুঘর পরিদর্শন করেন।
নতুন রেকর্ড গড়ার পর মিঃ বেন মেলহাম বলেন, আমরা কে এবং আমরা কোথা থেকে এসেছি তা জানার জন্য জাদুঘর পরিদর্শন করা গুরুত্বপূর্ণ। আমি এক বছরে সবচেয়ে বেশি জাদুঘর পরিদর্শনের রেকর্ডও গড়ার চেষ্টা করছি। উল্লেখ্য, এ রেকর্ডটি এর আগে ভারতীয় নাগরিক সুজয় কুমার মিত্রের ছিল, যিনি ১ দিনে ২৩টি জাদুঘর পরিদর্শন করেছিলেন। সূত্র : জে এন।