নিউইয়র্ক ০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মিসর, কাতার সফর শেষে ইসরাইলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১০:২৪:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৪৩ বার পঠিত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বুধবার ইসরাইল পৌঁছেছেন। গাজায় চলমান সংঘাত থামাতে হামাস ও ইসরাইলের মধ্যে একটি সম্ভাব্য চুক্তির জন্য কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে তেল আবিবে পৌঁছেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, মঙ্গলবার মিসর ও কাতারে একাধিক বৈঠক করেছেন ব্লিঙ্কেন। এই দুটি দেশে হামাস ও ইসরাইলের মধ্যে সমঝোতার জন্য মধ্যস্থতা করছে। ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর সৃষ্ট পরিস্থিতিতে এর আগে চারবার ইসরাইল সফর করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। এটি তার পঞ্চম সফর। গাজায় সংঘাত বন্ধে প্যারিসে মিসর, কাতার, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বৈঠকের প্রস্তাব পর্যালোচনা করে নিজেদের অবস্থান জানিয়েছে হামাস।

খবরে বলা হয়েছে, হামাসের প্রতিক্রিয়া নিয়ে ইসরাইলের নেতাদের সঙ্গে আলোচনা করতে পারেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার দোহাতে সাংবাদিকদের তিনি বলেছিলেন, অনেক কাজ করতে হবে কিন্তু আমরা মনে করি যে, একটি সমঝোতা সম্ভব এবং অবশ্যই প্রয়োজনীয়। তা অর্জনের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাব। ওই দিনই ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছিল, হামাসের জবাব তারা পর্যালোচনা করছেন। সূত্র : যুগান্তর।

 

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

মিসর, কাতার সফর শেষে ইসরাইলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : ১০:২৪:৪১ অপরাহ্ন, বুধবার, ৭ ফেব্রুয়ারী ২০২৪

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বুধবার ইসরাইল পৌঁছেছেন। গাজায় চলমান সংঘাত থামাতে হামাস ও ইসরাইলের মধ্যে একটি সম্ভাব্য চুক্তির জন্য কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে তেল আবিবে পৌঁছেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, মঙ্গলবার মিসর ও কাতারে একাধিক বৈঠক করেছেন ব্লিঙ্কেন। এই দুটি দেশে হামাস ও ইসরাইলের মধ্যে সমঝোতার জন্য মধ্যস্থতা করছে। ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর সৃষ্ট পরিস্থিতিতে এর আগে চারবার ইসরাইল সফর করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। এটি তার পঞ্চম সফর। গাজায় সংঘাত বন্ধে প্যারিসে মিসর, কাতার, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বৈঠকের প্রস্তাব পর্যালোচনা করে নিজেদের অবস্থান জানিয়েছে হামাস।

খবরে বলা হয়েছে, হামাসের প্রতিক্রিয়া নিয়ে ইসরাইলের নেতাদের সঙ্গে আলোচনা করতে পারেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার দোহাতে সাংবাদিকদের তিনি বলেছিলেন, অনেক কাজ করতে হবে কিন্তু আমরা মনে করি যে, একটি সমঝোতা সম্ভব এবং অবশ্যই প্রয়োজনীয়। তা অর্জনের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাব। ওই দিনই ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছিল, হামাসের জবাব তারা পর্যালোচনা করছেন। সূত্র : যুগান্তর।