নিউইয়র্ক ০৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি ফাঁড়ির ওপর আসতে পারে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৪৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
  • / ৭১ বার পঠিত

ইসরায়েলি চরমপন্থীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। ছবি: সংগৃহীত

পশ্চিম তীরে চরমপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের দুটি ফাঁড়ির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। এই ফাঁড়িগুলো থেকে উগ্র ইসরায়েলি চরমপন্থীরা ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে থাকে। যুক্তরাষ্ট্র প্রশাসনের তিন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই তিন কর্মকর্তা জানিয়েছেন, আজ বৃহস্পতিবারই এই নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। তাঁরা বলেছেন, এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে এই বিষয়টি স্পষ্ট করতে চায় যে কেবল কোনো নির্দিষ্ট ব্যক্তি নয়, যে বা যারাই ফিলিস্তিনিদের ওপর হামলায় বস্তুগত ও আর্থিক সহযোগিতা দেবে তাদের সবাইকেই নিষেধাজ্ঞার আওতায় আনা হবে।

ওই তিন কর্মকর্তা জানিয়েছেন, দুটি ফাঁড়ি ছাড়াও আরও তিনজন ইসরায়েলি বসতি স্থাপনকারীর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তবে গোপনীয়তার স্বার্থে তাদের নাম প্রকাশ করেননি তাঁরা। তবে যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্ট এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা ঘোষণা দেয়নি।

এর আগেও, গত ডিসেম্বরে ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে অবৈধভাবে বসতি স্থাপনকারী ও সহিংসতা চালানো ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সে সময় যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, যারা ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে জড়িত হবে, তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হতে পারে।

সে সময় যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘আমরা পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সব ধরনের সহিংসতাকে জবাবদিহির আওতায় আনার চেষ্টা চালিয়ে যাব। ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের চরমপন্থী হামলা থেকে রক্ষা করার জন্য ইসরায়েলকে অবশ্যই অতিরিক্ত ব্যবস্থা নিতে হবে; তা স্পষ্ট করার জন্য আমরা ইসরায়েলি নেতৃত্বের সঙ্গে একযোগে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি ফাঁড়ির ওপর আসতে পারে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা

প্রকাশের সময় : ০৫:৪৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

পশ্চিম তীরে চরমপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারীদের দুটি ফাঁড়ির ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে যুক্তরাষ্ট্র। এই ফাঁড়িগুলো থেকে উগ্র ইসরায়েলি চরমপন্থীরা ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে থাকে। যুক্তরাষ্ট্র প্রশাসনের তিন কর্মকর্তার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই তিন কর্মকর্তা জানিয়েছেন, আজ বৃহস্পতিবারই এই নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। তাঁরা বলেছেন, এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে এই বিষয়টি স্পষ্ট করতে চায় যে কেবল কোনো নির্দিষ্ট ব্যক্তি নয়, যে বা যারাই ফিলিস্তিনিদের ওপর হামলায় বস্তুগত ও আর্থিক সহযোগিতা দেবে তাদের সবাইকেই নিষেধাজ্ঞার আওতায় আনা হবে।

ওই তিন কর্মকর্তা জানিয়েছেন, দুটি ফাঁড়ি ছাড়াও আরও তিনজন ইসরায়েলি বসতি স্থাপনকারীর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হবে। তবে গোপনীয়তার স্বার্থে তাদের নাম প্রকাশ করেননি তাঁরা। তবে যুক্তরাষ্ট্র স্টেট ডিপার্টমেন্ট এই বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা ঘোষণা দেয়নি।

এর আগেও, গত ডিসেম্বরে ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে অবৈধভাবে বসতি স্থাপনকারী ও সহিংসতা চালানো ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সে সময় যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, যারা ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে জড়িত হবে, তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হতে পারে।

সে সময় যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘আমরা পশ্চিম তীরে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সব ধরনের সহিংসতাকে জবাবদিহির আওতায় আনার চেষ্টা চালিয়ে যাব। ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের চরমপন্থী হামলা থেকে রক্ষা করার জন্য ইসরায়েলকে অবশ্যই অতিরিক্ত ব্যবস্থা নিতে হবে; তা স্পষ্ট করার জন্য আমরা ইসরায়েলি নেতৃত্বের সঙ্গে একযোগে কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

হককথা/নাছরিন