নিউইয়র্ক ১০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

যুক্তরাষ্ট্রের অর্থায়নে ইউক্রেন মস্কোতে হামলা চালিয়েছে : রাশিয়ার গোয়েন্দা সংস্থা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:০৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
  • / ১২৪ বার পঠিত

মস্কোর উত্তরে ক্রাসনোগোর্স্ক অঞ্চলে ক্রোকাস সিটি হলে এক হামলায় অন্তত ১৩৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় ইউক্রেন জড়িত বলে দাবি করেছে রাশিয়া। রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফএসবি) কর্মকর্তা আন্দ্রে পোপভ বলেছেন, এই হামলা আইএস নয় বরং ইউক্রেন জড়িত। আর এই হামলা পরিচালনা করতে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, এই ঘটনার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। যুক্তরাষ্ট্রও এই ঘটনার পিছেন আইএস এর জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেছে।

হামলার পর ইউক্রেন সীমান্ত থেকে সন্দেহভাজন ১১ জনকে গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দারা। তাদের মধ্যে চারজন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, বন্দুকধারীরা মস্কোর কনসার্ট হলে হামলা চালিয়ে ইউক্রেনে পালানোর চেষ্টা করেছিল। পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়েছে। তিনি আরও বলেন, হামলার ঘটনার সাথে যারাই জড়িত থাকুক, তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

রাশিয়ার সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, বন্দুকধারীদের তাজিকিস্তানের নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। আন্দ্রে পোপভ বলেন, হামলার পেছনে আইএস এর হাত রয়েছে, যুক্তরাষ্ট্রের এমন দাবির কোনো ভিত্তি নেই। ইউক্রেনে যাওয়ার সময় আটককৃতদের সবার কাছে তাজিকিস্তানের পাসপোর্ট ছিল। এ থেকে বোঝা যায় যে মস্কোতে হামলার নির্দেশ দিয়েছিল কিয়েভ।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেছেন, এই হামলার জন্য দায়ী আইএস। কোনো ইউক্রেনীয় এই হামলায় জড়িত ছিল না। ওয়াটসন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র মার্চের শুরুতেই মস্কোতে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলার বিষয়ে রাশিয়াকে সতর্ক করেছিল।

এদিকে হামলায় জড়িত সন্দেহে গ্রেফতার এক ব্যক্তি জানিয়েছেন, হামলা চালানোর জন্য তাকে পাঁচ লাখ রুবেল বা পাঁচ হাজার ৪০০ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো। তিনি বলেন, টাকার জন্য আমি ক্রোকাসে মানুষের ওপর গুলি ছুঁড়েছি। তিনি জানান, অংশগ্রহণ নিশ্চিত করার জন্য হামলায় আগেই তাকে কার্ডে অর্ধেক টাকা অগ্রিম পরিশোধ করা হয়েছিল।

উল্লেখ্য, গত শুক্রবার ২২ মার্চ সন্ধ্যায় ক্রোকাস সিটি হলে শত শত মানুষ কনসার্ট দেখতে জড়ো হয়েছিলেন। গান শুরু হওয়ার কয়েক মিনিট আগে সশস্ত্র কয়েকজন সেখানে ঢুকে পড়ে নির্বিচারে গুলি চালান। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় অন্তত ১৩৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও শতাধিক।

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্রের অর্থায়নে ইউক্রেন মস্কোতে হামলা চালিয়েছে : রাশিয়ার গোয়েন্দা সংস্থা

প্রকাশের সময় : ০৪:০৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪

মস্কোর উত্তরে ক্রাসনোগোর্স্ক অঞ্চলে ক্রোকাস সিটি হলে এক হামলায় অন্তত ১৩৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় ইউক্রেন জড়িত বলে দাবি করেছে রাশিয়া। রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফএসবি) কর্মকর্তা আন্দ্রে পোপভ বলেছেন, এই হামলা আইএস নয় বরং ইউক্রেন জড়িত। আর এই হামলা পরিচালনা করতে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্র।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, এই ঘটনার দায় স্বীকার করেছে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। যুক্তরাষ্ট্রও এই ঘটনার পিছেন আইএস এর জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেছে।

হামলার পর ইউক্রেন সীমান্ত থেকে সন্দেহভাজন ১১ জনকে গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দারা। তাদের মধ্যে চারজন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, বন্দুকধারীরা মস্কোর কনসার্ট হলে হামলা চালিয়ে ইউক্রেনে পালানোর চেষ্টা করেছিল। পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়েছে। তিনি আরও বলেন, হামলার ঘটনার সাথে যারাই জড়িত থাকুক, তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।

রাশিয়ার সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, বন্দুকধারীদের তাজিকিস্তানের নাগরিক হিসেবে চিহ্নিত করা হয়েছে। আন্দ্রে পোপভ বলেন, হামলার পেছনে আইএস এর হাত রয়েছে, যুক্তরাষ্ট্রের এমন দাবির কোনো ভিত্তি নেই। ইউক্রেনে যাওয়ার সময় আটককৃতদের সবার কাছে তাজিকিস্তানের পাসপোর্ট ছিল। এ থেকে বোঝা যায় যে মস্কোতে হামলার নির্দেশ দিয়েছিল কিয়েভ।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন বলেছেন, এই হামলার জন্য দায়ী আইএস। কোনো ইউক্রেনীয় এই হামলায় জড়িত ছিল না। ওয়াটসন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র মার্চের শুরুতেই মস্কোতে একটি পরিকল্পিত সন্ত্রাসী হামলার বিষয়ে রাশিয়াকে সতর্ক করেছিল।

এদিকে হামলায় জড়িত সন্দেহে গ্রেফতার এক ব্যক্তি জানিয়েছেন, হামলা চালানোর জন্য তাকে পাঁচ লাখ রুবেল বা পাঁচ হাজার ৪০০ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিলো। তিনি বলেন, টাকার জন্য আমি ক্রোকাসে মানুষের ওপর গুলি ছুঁড়েছি। তিনি জানান, অংশগ্রহণ নিশ্চিত করার জন্য হামলায় আগেই তাকে কার্ডে অর্ধেক টাকা অগ্রিম পরিশোধ করা হয়েছিল।

উল্লেখ্য, গত শুক্রবার ২২ মার্চ সন্ধ্যায় ক্রোকাস সিটি হলে শত শত মানুষ কনসার্ট দেখতে জড়ো হয়েছিলেন। গান শুরু হওয়ার কয়েক মিনিট আগে সশস্ত্র কয়েকজন সেখানে ঢুকে পড়ে নির্বিচারে গুলি চালান। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় অন্তত ১৩৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও শতাধিক।

হককথা/নাছরিন