নিউইয়র্ক ০৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

পাকিস্তানকে উত্তেজনা এড়ানোর আহ্বান জাতিসংঘ মহাসচিবের

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
  • / ৯১ বার পঠিত

পাকিস্তানে নির্বাচনকেন্দ্রিক উত্তেজনা এড়াতে কর্তৃক্ষ ও রাজনৈতিক নেতাদের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। তিনি বলেছেন, আইন মেনে সমস্যার সমধান করা উচিত এবং উত্তেজনা তৈরি হতে পারে এমন কার্যক্রম এড়িয়ে চলা উচিত। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

বৃহস্পতিবার পাকিস্তানে সাধারণ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ৬০ ঘণ্টা পর প্রকাশিত ফলে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ১০২টি আসন, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ৭৪টি এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৫৪টি। এ ছাড়া মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম) ১৭ আসনে জয়ী হয়েছে। অন্য দলগুলো পেয়েছে ১৭টি আসন। পাকিস্তানে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৩৪ আসন। কিন্তু কোনো দলই এই সংখ্যায় না পৌঁছানোয় জোট সরকার গঠন করছেন রাজনীতিবিদরা।

সোমবার নিউইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, পাকিস্তানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন তারা। তিনি জানান, পাকিস্তানের সকল সমস্যা আইনি কাঠামোর মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন মহাসচিব। জনগণের স্বার্থে মানবাধিকার ও আইনের শাসনকে সম্পূর্ণভাবে সম্মান করার আহ্বানও জানিয়েছেন গুতেরেস।

সবশেষ খবর অনুযায়ী, সরকার গঠনের জন্য নওয়াজ শরিফের দল পিএমএল-এন ও বিলাওয়াল ভুট্টোর দল পিপিপি নিজেদের মধ্যে যোগাযোগ করছিল। সরকার গঠনে ঐকমত্যে পৌঁছালেও সমস্যা হচ্ছিল প্রধানমন্ত্রী পদ নিয়ে। পিপিপির দাবি, প্রধানমন্ত্রী হতে হবে বিলাওয়াল ভুট্টোকে। তবে পিএমএল-এন চাইছিল শেহবাজ শরীফকে প্রধানমন্ত্রী করতে, আর মরিয়ম নওয়াজ হবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। অবশেষে সেই অচলাবস্থা কেটেছে। বিলাওয়াল ভুট্টো জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন না। এরপরই শেহবাজ শরীফকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনিত করেছে পিএমএল-এন। সূত্র : আমাদের সময়।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

পাকিস্তানকে উত্তেজনা এড়ানোর আহ্বান জাতিসংঘ মহাসচিবের

প্রকাশের সময় : ০৪:১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪

পাকিস্তানে নির্বাচনকেন্দ্রিক উত্তেজনা এড়াতে কর্তৃক্ষ ও রাজনৈতিক নেতাদের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস। তিনি বলেছেন, আইন মেনে সমস্যার সমধান করা উচিত এবং উত্তেজনা তৈরি হতে পারে এমন কার্যক্রম এড়িয়ে চলা উচিত। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

বৃহস্পতিবার পাকিস্তানে সাধারণ পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ৬০ ঘণ্টা পর প্রকাশিত ফলে দেখা যায়, স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ১০২টি আসন, পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ৭৪টি এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৫৪টি। এ ছাড়া মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম) ১৭ আসনে জয়ী হয়েছে। অন্য দলগুলো পেয়েছে ১৭টি আসন। পাকিস্তানে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৩৪ আসন। কিন্তু কোনো দলই এই সংখ্যায় না পৌঁছানোয় জোট সরকার গঠন করছেন রাজনীতিবিদরা।

সোমবার নিউইয়র্কে নিয়মিত ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, পাকিস্তানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছেন তারা। তিনি জানান, পাকিস্তানের সকল সমস্যা আইনি কাঠামোর মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন মহাসচিব। জনগণের স্বার্থে মানবাধিকার ও আইনের শাসনকে সম্পূর্ণভাবে সম্মান করার আহ্বানও জানিয়েছেন গুতেরেস।

সবশেষ খবর অনুযায়ী, সরকার গঠনের জন্য নওয়াজ শরিফের দল পিএমএল-এন ও বিলাওয়াল ভুট্টোর দল পিপিপি নিজেদের মধ্যে যোগাযোগ করছিল। সরকার গঠনে ঐকমত্যে পৌঁছালেও সমস্যা হচ্ছিল প্রধানমন্ত্রী পদ নিয়ে। পিপিপির দাবি, প্রধানমন্ত্রী হতে হবে বিলাওয়াল ভুট্টোকে। তবে পিএমএল-এন চাইছিল শেহবাজ শরীফকে প্রধানমন্ত্রী করতে, আর মরিয়ম নওয়াজ হবেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী। অবশেষে সেই অচলাবস্থা কেটেছে। বিলাওয়াল ভুট্টো জানিয়েছেন, তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন না। এরপরই শেহবাজ শরীফকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনিত করেছে পিএমএল-এন। সূত্র : আমাদের সময়।