নিউইয়র্ক ০৯:১৮ অপরাহ্ন, শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

লোহিত সাগরে আরও দুই ইসরাইলি জাহাজে হামলা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৮:০৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
  • / ৩৭ বার পঠিত

ফাইল ইমেজ, এবিসি নিউজ।

 আন্তর্জাতিক ডেস্ক : লোহিত সাগরে আরও দু’টি ইসরাইলি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থায়ীভাবে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরান সমর্থিত বাহিনীটি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে লোহিত সাগরে এসব হামলার ঘটনা ঘটে।

সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেছেন, রোববার সকালে বাব আল-মান্দেব প্রণালিতে ‘ইউনিটি এক্সপ্লোরার’ ও ‘নাম্বার নাইন’ নামক দু’টি ইসরাইলি জাহাজে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, প্রথম জাহাজটিতে একটি নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে এবং দ্বিতীয় জাহাজটিতে একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। ইয়েমেনি নৌবাহিনীর সতর্কতা সংকেত উপেক্ষা করার পর এসব জাহাজে হামলা চালানো হয়েছে।

একাধিক সূত্র জানিয়েছে, হামলায় উভয় ইসরাইলি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি। ইমেজ-আল জাজিরা।

সারিয়ি বলেন, ফিলিস্তিনি জাতির প্রতি সংহতি জানিয়ে আমরা ইসরাইলি জাহাজগুলোর স্বাভাবিক চলার পথে প্রতিবন্ধকতা তৈরি করেছি। যতদিন আমাদের গাজাবাসী ভাইদের বিরুদ্ধে হামলা বন্ধ না হচ্ছে ততদিন আমরা ইসরাইলি জাহাজগুলোকে লোহিত সাগর ও আরব সাগর পার হতে দেব না।

তিনি আরও বলেন, আমরা আজ আমেরিকা ও ইসরাইলি সরকারের বিরুদ্ধে একটি সর্বাত্মক যুদ্ধের মধ্যে আছি এবং গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের এ যুদ্ধ অব্যাহত থাকবে।

এর আগে গেলো ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় লাগাতার স্থল ও বিমান হামলা চালিয়ে আসছে ইসরাইল। অব্যাহত হামলায় এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি ফিলিস্তিনই নিহত হয়েছেন গাজায় চলমান হামলা ও গণহত্যার প্রতিবাদের ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইরান সমর্থিত ইয়েমেনি হুতি বিদ্রোহীরা।

সবশেষ গত ১৯ নভেম্বর ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরাইলের মালিকানাধীন একটি জাহাজ আটক করে। হামলা চালায় আরেকটি জাহাজে।

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

লোহিত সাগরে আরও দুই ইসরাইলি জাহাজে হামলা

প্রকাশের সময় : ০৮:০৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩

 আন্তর্জাতিক ডেস্ক : লোহিত সাগরে আরও দু’টি ইসরাইলি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থায়ীভাবে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরান সমর্থিত বাহিনীটি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে লোহিত সাগরে এসব হামলার ঘটনা ঘটে।

সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেছেন, রোববার সকালে বাব আল-মান্দেব প্রণালিতে ‘ইউনিটি এক্সপ্লোরার’ ও ‘নাম্বার নাইন’ নামক দু’টি ইসরাইলি জাহাজে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, প্রথম জাহাজটিতে একটি নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে এবং দ্বিতীয় জাহাজটিতে একটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। ইয়েমেনি নৌবাহিনীর সতর্কতা সংকেত উপেক্ষা করার পর এসব জাহাজে হামলা চালানো হয়েছে।

একাধিক সূত্র জানিয়েছে, হামলায় উভয় ইসরাইলি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি। ইমেজ-আল জাজিরা।

সারিয়ি বলেন, ফিলিস্তিনি জাতির প্রতি সংহতি জানিয়ে আমরা ইসরাইলি জাহাজগুলোর স্বাভাবিক চলার পথে প্রতিবন্ধকতা তৈরি করেছি। যতদিন আমাদের গাজাবাসী ভাইদের বিরুদ্ধে হামলা বন্ধ না হচ্ছে ততদিন আমরা ইসরাইলি জাহাজগুলোকে লোহিত সাগর ও আরব সাগর পার হতে দেব না।

তিনি আরও বলেন, আমরা আজ আমেরিকা ও ইসরাইলি সরকারের বিরুদ্ধে একটি সর্বাত্মক যুদ্ধের মধ্যে আছি এবং গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের এ যুদ্ধ অব্যাহত থাকবে।

এর আগে গেলো ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় লাগাতার স্থল ও বিমান হামলা চালিয়ে আসছে ইসরাইল। অব্যাহত হামলায় এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি ফিলিস্তিনই নিহত হয়েছেন গাজায় চলমান হামলা ও গণহত্যার প্রতিবাদের ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইরান সমর্থিত ইয়েমেনি হুতি বিদ্রোহীরা।

সবশেষ গত ১৯ নভেম্বর ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরাইলের মালিকানাধীন একটি জাহাজ আটক করে। হামলা চালায় আরেকটি জাহাজে।

হককথা/নাছরিন