সিরিয়া-ইরাকে তুরস্কের বিমান হামলা, নিহত ৪০
- প্রকাশের সময় : ০৮:০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
- / ৮৬ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়া ও ইরাকের উত্তরাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে তুরস্ক। ইরাকের সশস্ত্র গোষ্ঠী কুর্দিস্তান ওর্য়ার্কার পার্টি বা পিকেকের প্রায় ৩০টি ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এ ঘটনায় নিহত হয়েছে গোষ্ঠীটির প্রায় ৩০ সদস্য। মৃত্যু হয়েছে তুরস্কের ১৩ সেনা সদস্যেরও। আহত হয়েছেন সেনাবাহিনীর আরও কয়েকজন সদস্য। খবর ভয়েজ অব আমেরিকার।
রোববার (২৪ ডিসেম্বর) নিহতদের জানাজায় অংশগ্রহণ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলার। পরে আহত সেনাদের দেখতে হাসপাতালও পরিদর্শন করেন তিনি। পিকেকে জঙ্গিদের বিরুদ্ধে প্রায়শই হামলা চালায় তুরস্ক। গত মাসেও তুরস্কের হামলায় নিহত হয়েছে প্রায় ২০০ পিকেকে সদস্য। ২০১৫ সালের অস্ত্রবিরতির পর চলতি বছর আবারও উত্তেজনা ছড়িয়েছে ইরাক-সিরিয়া-তুরস্ক সীমান্তে।
বিষয়টি নিয়ে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী সট-ইয়াসার গুলার বলেন, জঙ্গী গোষ্ঠী পিকেকের প্রায় ৩০টি ঘাঁটি ধ্বংস করেছি আমরা। জঙ্গিদের বিরুদ্ধে আমাদের এ অভিযান চলবে। গত দুইদিনের অভিযানে সফল হয়েছি আমরা। তবে ১৩ বীর সেনাকে হারাতে হয়েছে। এর মূল্য ওদের দিতে হবে।
হককথা/নাছরিন