নিউইয়র্ক ১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নেতানিয়াহুকে ‘আল্লাহর কাছে পাঠানো’র হুমকি, তুর্কি দূতকে তলব

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:০২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
  • / ১২৮ বার পঠিত

‘আল্লাহর কাছে পাঠিয়ে দেব’ বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের বিরুদ্ধে। এ ঘটনার জেরে তেল আবিবে নিযুক্ত তুরস্ক দূতাবাসের এক শীর্ষ কূটনীতিককে তলব করে প্রতিবাদ জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ।

ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলোর দাবি, গত সপ্তাহে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির প্রচারে গিয়ে গাজায় ইসারায়েলি হামলার ও ফিলিস্তিনি নাগরিকদের হত্যার ঘটনার নিন্দা করে এ হুমকি দেন এরদোয়ান। নেতানিয়াহুর নাম উল্লেখ করে তিনি বলেন, তাকে আল্লাহর কাছে পাঠিয়ে দেব।

এর জেরে তুরস্কের সহকারী রাষ্ট্রদূতকে তলব করা হয় বলে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এক্সে দেওয়া এক পোস্টে জানান। সেখানে তিনি এরদোয়ানের উদ্দেশে লেখেন, ‘আপনার হামাসের বন্ধুদের নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যারা সমর্থন করেন, তাদের কথা শুনবেন এমন কোনো প্রভু নেই।’

এরপর তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইসরায়েলের পদক্ষেপের পাল্টা নিন্দা করা হয়। কয়েক মাস আগে হামাসের প্রশংসা করেছিলেন এরদোয়ান। তিনি বলেছিলেন, ‘হামাস কোনো সন্ত্রাসী গোষ্ঠী নয়, ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন। তারা ফিলিস্তিনের ভূখণ্ড ও নাগরিকদের রক্ষার জন্য যুদ্ধ করছে।’

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

নেতানিয়াহুকে ‘আল্লাহর কাছে পাঠানো’র হুমকি, তুর্কি দূতকে তলব

প্রকাশের সময় : ০৩:০২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪

‘আল্লাহর কাছে পাঠিয়ে দেব’ বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের বিরুদ্ধে। এ ঘটনার জেরে তেল আবিবে নিযুক্ত তুরস্ক দূতাবাসের এক শীর্ষ কূটনীতিককে তলব করে প্রতিবাদ জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ।

ইসরায়েলের সংবাদ মাধ্যমগুলোর দাবি, গত সপ্তাহে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির প্রচারে গিয়ে গাজায় ইসারায়েলি হামলার ও ফিলিস্তিনি নাগরিকদের হত্যার ঘটনার নিন্দা করে এ হুমকি দেন এরদোয়ান। নেতানিয়াহুর নাম উল্লেখ করে তিনি বলেন, তাকে আল্লাহর কাছে পাঠিয়ে দেব।

এর জেরে তুরস্কের সহকারী রাষ্ট্রদূতকে তলব করা হয় বলে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এক্সে দেওয়া এক পোস্টে জানান। সেখানে তিনি এরদোয়ানের উদ্দেশে লেখেন, ‘আপনার হামাসের বন্ধুদের নৃশংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যারা সমর্থন করেন, তাদের কথা শুনবেন এমন কোনো প্রভু নেই।’

এরপর তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইসরায়েলের পদক্ষেপের পাল্টা নিন্দা করা হয়। কয়েক মাস আগে হামাসের প্রশংসা করেছিলেন এরদোয়ান। তিনি বলেছিলেন, ‘হামাস কোনো সন্ত্রাসী গোষ্ঠী নয়, ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন। তারা ফিলিস্তিনের ভূখণ্ড ও নাগরিকদের রক্ষার জন্য যুদ্ধ করছে।’