নিউইয়র্ক ০৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

জেগে উঠেছে আগ্নেয়গিরি, ২ হাজার মানুষকে সরানো হলো ইন্দোনেশিয়ায়

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৫২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • / ৫৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :  আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ওঠায় ইন্দোনেশিয়ার লেওতোবি লাকি-লাকি আগ্নেয় পর্বতের আশপাশের এলাকা থেকে ২ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত কেরছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা বেনেডিক্টাস বলিবাপা হেরিন।

ওই কর্মকর্তা জানান, সোমবার থেকে দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশটির পূর্ব নুসা টেংগারা প্রদেশের লেওতোবি লাকি-লাকি নামের একটি আগ্নেয় পর্বত সক্রিয় হয়েছে, পর্বতটিতে সেদিন থেকে শুরু হয়েছে অগ্নুৎপাতও।

দেশটির আগ্নেয়গিরি এবং ভূতত্ত্ব গবেষণা ও এ ধরনের দুর্যোগ মোকাবিলা সংস্থা সেন্টার ফর ভলকানোলজি অ্যান্ড জিওলজিক্যাল হ্যাজার্ড মিটিগেশন (পিভিএমবিজি) জানিয়েছে, অগ্নুৎপাতের ফলে নির্গত ছাই লেওতোবি লাকি-লাকি পর্বতটির জ্বালামুখ থেকে ৪ হাজার ৮০০ ফুট (১ দশমিক ৫ কিলোমিটার) পর্যন্ত ওপরে উঠছে।

সোমবার এক বিবৃতিতে পিভিএমবিজি জানিয়েছে, পর্বতটির মোট দু’টি জ্বালামুখ থেকে নির্গত হচ্ছে লাভা। তার মধ্যে একটিকে শনাক্ত করা গেলেও অপরটিকে এখনও চিহ্নিত করা যায়নি।

এএফপিকে হেরিন জানান, আগ্নেয়গিরি পুরোপুরি সক্রিয় হয়ে ওঠার আগেই পূর্ব নুসা টেংগারা প্রদেশের দুই উপজেলা উলাংগিটাং এবং বুরা থেকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে ২ হাজারের বেশি মানুষকে।

‘উলাংগিটাং থেকে ১ হাজার ৯৩১ জন এবং বুরা থেকে ৩২৮ জন মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। লেওতোবি লাকি-লাকি পর্বতের সংলগ্ন বিভিন্ন গ্রামে থাকতেন তারা,’ এএফপিকে বলেন হেরিন। সূত্র : এএফপি

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

জেগে উঠেছে আগ্নেয়গিরি, ২ হাজার মানুষকে সরানো হলো ইন্দোনেশিয়ায়

প্রকাশের সময় : ১২:৫২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক :  আগ্নেয়গিরি সক্রিয় হয়ে ওঠায় ইন্দোনেশিয়ার লেওতোবি লাকি-লাকি আগ্নেয় পর্বতের আশপাশের এলাকা থেকে ২ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য নিশ্চিত কেরছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা বেনেডিক্টাস বলিবাপা হেরিন।

ওই কর্মকর্তা জানান, সোমবার থেকে দক্ষিণপূর্ব এশিয়ার এই দেশটির পূর্ব নুসা টেংগারা প্রদেশের লেওতোবি লাকি-লাকি নামের একটি আগ্নেয় পর্বত সক্রিয় হয়েছে, পর্বতটিতে সেদিন থেকে শুরু হয়েছে অগ্নুৎপাতও।

দেশটির আগ্নেয়গিরি এবং ভূতত্ত্ব গবেষণা ও এ ধরনের দুর্যোগ মোকাবিলা সংস্থা সেন্টার ফর ভলকানোলজি অ্যান্ড জিওলজিক্যাল হ্যাজার্ড মিটিগেশন (পিভিএমবিজি) জানিয়েছে, অগ্নুৎপাতের ফলে নির্গত ছাই লেওতোবি লাকি-লাকি পর্বতটির জ্বালামুখ থেকে ৪ হাজার ৮০০ ফুট (১ দশমিক ৫ কিলোমিটার) পর্যন্ত ওপরে উঠছে।

সোমবার এক বিবৃতিতে পিভিএমবিজি জানিয়েছে, পর্বতটির মোট দু’টি জ্বালামুখ থেকে নির্গত হচ্ছে লাভা। তার মধ্যে একটিকে শনাক্ত করা গেলেও অপরটিকে এখনও চিহ্নিত করা যায়নি।

এএফপিকে হেরিন জানান, আগ্নেয়গিরি পুরোপুরি সক্রিয় হয়ে ওঠার আগেই পূর্ব নুসা টেংগারা প্রদেশের দুই উপজেলা উলাংগিটাং এবং বুরা থেকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে ২ হাজারের বেশি মানুষকে।

‘উলাংগিটাং থেকে ১ হাজার ৯৩১ জন এবং বুরা থেকে ৩২৮ জন মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। লেওতোবি লাকি-লাকি পর্বতের সংলগ্ন বিভিন্ন গ্রামে থাকতেন তারা,’ এএফপিকে বলেন হেরিন। সূত্র : এএফপি

হককথা/নাছরিন