ইউক্রেন সফরে গিয়ে আরো সমর্থনের প্রতিশ্রুতি পোলিশ প্রধানমন্ত্রীর
- প্রকাশের সময় : ১০:৩০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০২৪
- / ৪৪ বার পঠিত
পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক সোমবার ইউক্রেনের সংঘাতকে ‘ভালো ও মন্দ’র মধ্যে যুদ্ধ বলে অভিহিত করেছেন। ক্ষমতায় ফেরার পর যুদ্ধবিধ্বস্ত দেশটিতে তাঁর প্রথম সফরে গিয়ে এ মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি এদিন তিনি ইউক্রেনের জন্য আরো সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন।
এ ছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে একটি সংবাদ সম্মেলনে টুস্ক বলেছেন, ইউক্রেনের সঙ্গে পোল্যান্ড তার আর্থিক ও সামরিক সহযোগিতা আরো গভীর করতে প্রস্তুত। এ সময় তিনি প্রতিশ্রুতি দেন, ওয়ারশ তার প্রতিবেশীকে সাহায্য করতে সামর্থ্য অনুযায়ী ‘সব কিছু’ করবে। পোলিশ প্রধানমন্ত্রী বলেন, ‘এ লড়াইয়ে পোলিশ জাতি এবং পোলিশ রাষ্ট্রের নিরাপত্তাও ঝুঁকির মধ্যে রয়েছে।’
অন্যদিকে জেলেনস্কি টুস্ককে বলেছেন, ইউরোপীয় দেশগুলোর পাশাপাশি কিয়েভ এবং ওয়ারশর মধ্যে ‘ঐক্য’ ইউক্রেনের পশ্চিমা মিত্রদের বিভক্ত করার রুশ প্রচেষ্টার বিরুদ্ধে ‘একটি শক্তিশালী ঢাল’। ইউক্রেনের রাজধানীতে বিমান হামলার সাইরেন বাজার পর জেলেনস্কি টুস্ককে বলেন, ‘এই ঐক্য, সমগ্র ইউরোপের এই ঐক্য, এটি হারানো যাবে না।
এদিকে এ সফরের ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে কিয়েভ জানায়, তারা ইরানের তৈরি আটটি আক্রমণকারী ড্রোন দিয়ে একটি রুশ আক্রমণ প্রতিহত করেছে। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, রুশ বাহিনী দক্ষিণাঞ্চলীয় প্রিমর্স্কো-আখতারস্ক অঞ্চল থেকে ড্রোনগুলো উৎক্ষেপণ করেছে। ইউক্রেনের দক্ষিণ ও মধ্য অঞ্চলে প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে এগুলো ধ্বংস করা হয়েছে।
তবে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতির কোনো তাৎক্ষণিক খবর পাওয়া যায়নি। কিয়েভ এই বছরের জন্য আকাশসীমার নিয়ন্ত্রণ অর্জনকে অগ্রাধিকার দিয়েছে এবং পশ্চিমাদের আরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের আহ্বান জানিয়েছে। সূত্র : এএফপি