নিউইয়র্ক ০৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

মাঝ আকাশে বিমানের ক্রুকে কামড়ে দিলেন যাত্রী

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৫৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪
  • / ৯১ বার পঠিত

প্রতীকী ছবি।

আন্তর্জাতিক ডেস্ক :  বিমানের ক্রুদের নিয়ে জল্পনা-কল্পনার যেন শেষ নেই। নানাজনের মনে বিষয়টি নিয়ে নানারকম ধারণাও রয়েছে। এবার সামনে এসেছে এক বিচিত্র ঘটনা। মাঝ আকাশে বিমানের ক্রুকে কামড়ে দিয়েছেন এক যাত্রী। বুধবার (১৭ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মাঝ আকাশে ক্রুকে কামড়ে দেওয়া ওই যাত্রী মাতাল ছিলেন। তবে তার কামড়ে দেওয়ায় বিমানে বড় বিপত্তি ঘটে গেছে। যাত্রার বদলে উলটো ফিরে গেছে বিমানটি। বিমানটি জাপান থেকে যুক্তরাষ্ট্র যাচ্ছিল। তবে এ ঘটনার পর বিমানটি পথ পাল্টে পুনরায় জাপান ফিরে গেছে।

এয়ারলাইন্সের এক মুখপাত্র এএফপিকে বলেন, ক্রুকে কামড়ে দেওয়া ওই যাত্রীর বয়স ৫৫ বছর। তিনি ক্রুর হাতে গভীরভাবে কামড়ে দেন। এতে তার হাতে ক্ষতের সৃষ্টি হয়েছে।

ঘটনার সময় বিমানটি ১৫৯ যাত্রী নিয়ে প্যাসিফিক সাগর অতিক্রম করছিল। এ সময় ওই যাত্রী ক্রুকে কামড়ে দেওয়ায় পাইলট এটির গতিপথ পরিবর্তন করে টোকিওর হানেদা বিমানবন্দরে ফিরে আসেন। এরপর সেখানে পুলিশের কাছে ওই যাত্রীকে হস্তান্তর করা হয়েছে।

জাপানের সংবাদমাধ্যম জানিয়েছে, কামড়ে দেওয়া ওই যাত্রী পুলিশকে জানিয়েছেন, তিনি ঘুমের ওষুধ খেয়েছিলেন। এজন্য তিনি আর কিছু মনে করতে পারছেন না।

জাপানের সম্প্রচারমাধ্যম টিবিএস জানিয়েছে, ওই যাত্রী ক্রুর সাথে আচরণের কোনো কিছুই মনে করতে পারছেন না। বিমানের এক যাত্রী তদন্ত কর্মকর্তাদের এ কথা জানিয়েছেন। তার এ আচরণে অনেকে ভৌতিক সিনেমার চরিত্র বলে সমালোচনা করেছেন। বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমে অনেকে হাস্যরসও করেছেন।

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

মাঝ আকাশে বিমানের ক্রুকে কামড়ে দিলেন যাত্রী

প্রকাশের সময় : ০৫:৫৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক :  বিমানের ক্রুদের নিয়ে জল্পনা-কল্পনার যেন শেষ নেই। নানাজনের মনে বিষয়টি নিয়ে নানারকম ধারণাও রয়েছে। এবার সামনে এসেছে এক বিচিত্র ঘটনা। মাঝ আকাশে বিমানের ক্রুকে কামড়ে দিয়েছেন এক যাত্রী। বুধবার (১৭ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মাঝ আকাশে ক্রুকে কামড়ে দেওয়া ওই যাত্রী মাতাল ছিলেন। তবে তার কামড়ে দেওয়ায় বিমানে বড় বিপত্তি ঘটে গেছে। যাত্রার বদলে উলটো ফিরে গেছে বিমানটি। বিমানটি জাপান থেকে যুক্তরাষ্ট্র যাচ্ছিল। তবে এ ঘটনার পর বিমানটি পথ পাল্টে পুনরায় জাপান ফিরে গেছে।

এয়ারলাইন্সের এক মুখপাত্র এএফপিকে বলেন, ক্রুকে কামড়ে দেওয়া ওই যাত্রীর বয়স ৫৫ বছর। তিনি ক্রুর হাতে গভীরভাবে কামড়ে দেন। এতে তার হাতে ক্ষতের সৃষ্টি হয়েছে।

ঘটনার সময় বিমানটি ১৫৯ যাত্রী নিয়ে প্যাসিফিক সাগর অতিক্রম করছিল। এ সময় ওই যাত্রী ক্রুকে কামড়ে দেওয়ায় পাইলট এটির গতিপথ পরিবর্তন করে টোকিওর হানেদা বিমানবন্দরে ফিরে আসেন। এরপর সেখানে পুলিশের কাছে ওই যাত্রীকে হস্তান্তর করা হয়েছে।

জাপানের সংবাদমাধ্যম জানিয়েছে, কামড়ে দেওয়া ওই যাত্রী পুলিশকে জানিয়েছেন, তিনি ঘুমের ওষুধ খেয়েছিলেন। এজন্য তিনি আর কিছু মনে করতে পারছেন না।

জাপানের সম্প্রচারমাধ্যম টিবিএস জানিয়েছে, ওই যাত্রী ক্রুর সাথে আচরণের কোনো কিছুই মনে করতে পারছেন না। বিমানের এক যাত্রী তদন্ত কর্মকর্তাদের এ কথা জানিয়েছেন। তার এ আচরণে অনেকে ভৌতিক সিনেমার চরিত্র বলে সমালোচনা করেছেন। বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমে অনেকে হাস্যরসও করেছেন।

হককথা/নাছরিন