বিশ্বের সবচেয়ে অসুখী পাঁচ দেশ
- প্রকাশের সময় : ১১:৪৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- / ৩৯ বার পঠিত
হতাশা একটি রোগ। দীর্ঘমেয়াদী হতাশা ডেকে আনতে পারে স্বাস্থ্য বিপর্যয়। তবে হতাশামুক্ত জীবনও খুব কঠিন। কারণ, কার কখন কিসে হতাশা হবে সেটাও বলা মুস্কিল। অনেক সময় অতিরিক্ত সুখও হতাশার কারণ হয়ে দাঁড়ায়। তবে কমবেশি সব মানুষই চায় সুখের জীবন কাটাতে, সুখি হতে।
কিন্তু, জীবনে চলার পথে সুখের পাশাপাশি মানুষের মুখোমুখি হতে হয় দুঃখেরও। তবে, ব্যক্তিগত জীবনে দুঃখের সময় আসে এবং চলেও যায়, কিন্তু যখন সমগ্র দেশেই দুঃখের বিপুল রেশ দেখা যায়, তখন এই বিষয়টি নিঃসন্দেহে হয়ে ওঠে চিন্তার। কারণ, এটি জাতির মানসিক স্বাস্থ্যেরও একটি নির্দেশক।
তাই বিশ্বের সবচেয়ে সুখি দেশের তালিকা করা হয়, তেমনি রয়েছে অসুখী দেশের তালিকাও। বর্তমানে বিশ্বে এমন একাধিক দেশ রয়েছে যেখানে মানুষ অত্যন্ত অসুখী। আর এই তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে, এই এশিয়ারই তালেবান শাসিত আফগানিস্তান। এরপরেই রয়েছে লেবানন ও আফ্রিকার দেশ সিয়েরা লিয়ন। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী একজন মানুষের সুখী হওয়ার জন্য ছয়টি নির্দিষ্ট বিষয় রয়েছে। যেগুলো হল, দেশের সামাজিক নিরাপত্তা, আয়, স্বাস্থ্য, স্বাধীনতা, দুর্নীতি এবং উদারতা। আর এই বিষয়গুলোর বিচারেই নির্ধারণ করা হয়েছে অসুখী দেশের তালিকা।
১৩৭টি সুখী দেশের তালিকায় সব থেকে শেষ স্থানে রয়েছে আফগানিস্তান। অর্থাৎ বর্তমানে আফগানিস্তান বিশ্বের সব থেকে অসুখি দেশ বলা হচ্ছে। দেশটিতে বেকারত্ব থেকে শুরু করে সন্ত্রাসবাদী কার্যকলাপ এবং দুর্বল অর্থনীতির কারণে ওই দেশ বিপর্যস্ত। বেঁচে থাকার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন আফগানরা। আফগানিস্তানের পরেই রয়েছে লেবানন। দেশটি সুন্দর হলেও সেখানকার আর্থসামাজিক এবং রাজনৈতিক অস্থিরতা বিপর্যস্ত লেবানিজরা। শুধু তাই নয়, সেখানকার সাধারণ মানুষ সমাজ এবং সরকারের প্রতি দারুণ অসন্তুষ্ট। আর এই কারণেই সুখী দেশের তালিকায় লেবানন রয়েছে এক্কেবারে শেষের দিকে।
তৃতীয় স্থানে আফ্রিকার একটি দেশ, সেটি হলো সিয়েরা লিয়ন। এই দেশটি থেকে বহুবার সব সম্পদ লুটে নিয়ে দেশে বিদেশি শক্তিরা। তাই এই দেশের আর্থিক অবস্থা মোটেও ভালো নয় এবং ওই দেশের রাজনৈতিক অস্থিরতাও তুমুল। আর সেই কারণেই রয়েছে শান্তির অভাব।
তালিকার চুতর্থ স্থানেও রয়েছে আফ্রিকার আরেক দেশ জিম্বাবুয়ে। এই দেশের অস্থির রাজনৈতিক ইতিহাসের কারণে সেখানকার বাসিন্দাদের একাধিক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে দেশটির জনসংখ্যায় এবং বৃদ্ধি পেয়েছে মানুষের হতাশা। অসুখি দেশের তালিকায় পঞ্চম স্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। দেশটিতে দীর্ঘদিন চলতে থাকা সংঘাত, স্বৈরাচারি শাসন এবং রাজনৈতিক অস্থিরতাসহ দেশবাসীকে জোর করে নির্বাসনে পাঠানো ওই দেশের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আর সেই কারণেই হতাশা এবং নৈরাশ্যে ভরেছে ওই দেশ।
আর ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী তালিকার নিচের দিক থেকে ১৫তম অবস্থানে আছে বাংলাদেশ। আর ভারত আছে ১৮তম অবস্থানে। অন্যদিকে পাকিস্তান ও নেপালের অবস্থান আরও কিছুটা উপরের দিকে। বলার অপেক্ষা রাখে না, দক্ষিণ এশিয়ার সবচেয়ে সুখি দেশ হিসাবে এখনও এগিয়ে ভুটান। সূত্র : একাত্তর টিভি।