বিখ্যাত ‘গান্ডাম’ ভাস্কর্যটি ভাঙা হবে মার্চেই
- প্রকাশের সময় : ১১:৫৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
- / ৯৫ বার পঠিত
জাপানের রাজধানী টোকিওর ইয়োকোহামায় তিন বছরেরও বেশি সময় ধরে জনপ্রিয় আকর্ষণ হিসেবে থাকার পরে অ্যানিমেশন চরিত্র গান্ডামের বিশাল ভাস্কর্যটি আগামী মার্চ মাসে ভেঙে ফেলা হবে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, প্রমাণ আকারের ১৮ মিটার লম্বা ভাস্কর্যটি “মোবাইল স্যুট গান্ডাম” নামক জনপ্রিয় অ্যানিমেশন টিভি সিরিজ থেকে নেয়া হয়। অ্যানিমে প্রোগ্রামের প্রথম সম্প্রচারের ৪০ তম বার্ষিকী উদযাপনের জন্য এটি ২০২০ সালে স্থাপন করা হয়।
ইয়োকোহামার কর্মকর্তারা জানান, রোবট না হলেও ভাস্কর্যটি যান্ত্রিকভাবে সক্রিয়, অর্থাৎ এটি তার হাত ও পা নড়াচড়া করতে পারে। গেলো তিন বছরে গান্ডাম ১৩ লাখেরও বেশি দর্শকদের আকর্ষণ করেছে, প্রধানত বিদেশি পর্যটকদের। কর্মকর্তারা আরও জানান, চলতি বছরের মার্চ মাসের ৩১শে তারিখে ভাঙা হবে ভাস্কর্যটি।
এদিকে জেলার বাণিজ্যিক স্থাপনাগুলোতে এই রোবটের প্রস্থানের স্মরণে বিদায় অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা চলছে৷ ২৬শে ফেব্রুয়ারি থেকে গান্ডাম সমন্বিত পতাকা এবং ব্যানার দিয়ে একটি ট্রেন স্টেশনের কাছে একটি চলন্ত ওয়াকওয়ে সাজানোর পরিকল্পনা করছেন আয়োজকরা। এছাড়া ইয়োকোহামার উপকূলীয় সমুদ্রের পানির মধ্যে ফেরিস হুইলে গান্ডাম অ্যানিমে চরিত্রগুলোর বিভিন্ন চিত্রের আলোকসজ্জা স্থাপন করারও পরিকল্পনা করছে তারা।
ইয়োকোহামার মেয়র ইয়ামানাকা তাকেহারু বলেন, করোনাভাইরাস মহামারি চলাকালীন অর্থনৈতিক মন্দার মধ্যে ভাস্কর্যটি প্রদর্শন করা হয় এবং এটি অনেক দর্শকদের আকর্ষণ করে শহরের অন্তর্মুখী অর্থনীতিকে সমর্থন করেছে। সূত্র : একাত্তর টিভি।