নিউইয়র্ক ০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

নটর ডেমে ফিরল যীশু খ্রিস্টের মুকুট

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৪১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪
  • / ৫৫ বার পঠিত

ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিখ্যাত গির্জা নটর ডেমের সংস্কার কাজ প্রায় শেষ হয়েছে। সেখানে ফিরে এসেছে ‘ক্রাউন অব থোর্নস’। ধারণা করা হয়, কাঁটা দিয়ে তৈরি এই মুকুটটি পরানো হয়েছিল যীশু খ্রিস্টকে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

খ্রিস্টধর্মমতে, যীশু খ্রিস্টের মাথায় শূলে বিদ্ধ করার সময় কাঁটার মুকুট পড়ানো হয়েছিল। এই কাঁটার মুকুটটি ইউফরবিয়া মিলি নামের গাছের কাঁটার তৈরি। প্রাচীন এই মুকুটুটি গতকাল শুক্রবার প্যারিসের আর্চবিশপ লরেন্ত উলচিনের তত্ত্বাবধানে নটর ডেমে রাখা হয়। অগ্নিকাণ্ডের পর দীর্ঘ পাঁচ বছর তা অন্যত্র ছিল।

মুকুটি ১২৩৯ খ্রিস্টাব্দে ১ লাখ ৩৫ হাজার লুভর দিয়ে কিনে নেন ফ্রান্সের রাজা নবম লুইস। সেসময় এটি ছিল ফ্রান্সের বার্ষিক বাজেটের প্রায় অর্ধেক। প্রথমে এটি সেন্ট চ্যাপেলে রাখা হতো। ১৮০৬ সাল থেকে তা নটর ডেমে রাখা হয়। ২০১৯ সালে ভয়াবহ অগ্নিকাণ্ডের আগ পর্যন্ত ৮৫০ বছর পুরাতন সেই ভবনেই ছিল মুকুটটি।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

নটর ডেমে ফিরল যীশু খ্রিস্টের মুকুট

প্রকাশের সময় : ০৫:৪১:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪

ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিখ্যাত গির্জা নটর ডেমের সংস্কার কাজ প্রায় শেষ হয়েছে। সেখানে ফিরে এসেছে ‘ক্রাউন অব থোর্নস’। ধারণা করা হয়, কাঁটা দিয়ে তৈরি এই মুকুটটি পরানো হয়েছিল যীশু খ্রিস্টকে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

খ্রিস্টধর্মমতে, যীশু খ্রিস্টের মাথায় শূলে বিদ্ধ করার সময় কাঁটার মুকুট পড়ানো হয়েছিল। এই কাঁটার মুকুটটি ইউফরবিয়া মিলি নামের গাছের কাঁটার তৈরি। প্রাচীন এই মুকুটুটি গতকাল শুক্রবার প্যারিসের আর্চবিশপ লরেন্ত উলচিনের তত্ত্বাবধানে নটর ডেমে রাখা হয়। অগ্নিকাণ্ডের পর দীর্ঘ পাঁচ বছর তা অন্যত্র ছিল।

মুকুটি ১২৩৯ খ্রিস্টাব্দে ১ লাখ ৩৫ হাজার লুভর দিয়ে কিনে নেন ফ্রান্সের রাজা নবম লুইস। সেসময় এটি ছিল ফ্রান্সের বার্ষিক বাজেটের প্রায় অর্ধেক। প্রথমে এটি সেন্ট চ্যাপেলে রাখা হতো। ১৮০৬ সাল থেকে তা নটর ডেমে রাখা হয়। ২০১৯ সালে ভয়াবহ অগ্নিকাণ্ডের আগ পর্যন্ত ৮৫০ বছর পুরাতন সেই ভবনেই ছিল মুকুটটি।