সংঘর্ষ হচ্ছে টেকনোটিক প্লেটে, ভারতে যেকোনো সময়ে ভয়াবহ ভূমিকম্পের শঙ্কা
- প্রকাশের সময় : ০৬:১৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
- / ১৩৩ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : তিব্বত মালভূমির নীচে অবস্থিত ভারতীয় টেকটোনিক প্লেট দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। ফলে যেকোনো সময়ে ভারতে আঘাত হানতে পারে ভয়াবহ ভূমিকম্প। চীনের গবেষকদের একটি গবেষণার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
সম্প্রতি আমেরিকার সান ফ্রান্সিসকোতে আমেরিকান জিওফিজিক্যাল ইউনিয়ন কনফারেন্সে এ গবেষণা প্রবন্ধটি উপস্থাপন করা হয়েছে। এতে বলা হয়েছে, নতুন সিসমিক ডেটায় বিশাল হিমালয় পর্বতমালার গঠন সম্পর্কে নতুন পাওয়া গেছে।
গবেষকেরা বলছেন, ভারতীয় প্লেটটি ভেঙে যাচ্ছে। এ কারণে যে কম্পন সৃষ্টি হচ্ছে তাতে যে কোনও সময় ভেঙে দুই খণ্ড হয়ে যেতে পারে গোটা তিব্বত। সে সময় ভারতের বিস্তীর্ণ এলাকাজুড়ে যে ভূমিকম্প সৃষ্টি হবে, রিখটার স্কেলে তার মাত্রা হতে পারে ৮ এর কাছাকাছি।
চীনের ওশান ইউনিভার্সিটির ভূপদার্থবিদ লিন লিউয়ের নেতৃত্বাধীন একটি গবেষণা দল টেকটোনিক প্লেটের এই কম্পনের মডেলটি তৈরি করেছেন। তাঁরা বলছেন, তিব্বতের নিচের ভারতীয় প্লেটটি ইউরেশীয় প্লেটের নিচে ঢুকে যাচ্ছে বলেই আমরা এতদিন জানতাম। কিন্তু নতুন গবেষণায় দেখা যাচ্ছে, ভারতীয় প্লেটটি শুধু ইউরেশীয় প্লেটের নিচে ঢুকেই যাচ্ছে না, এ সময় ভারতীয় প্লেটের ওপরের অংশে তুমুল সংঘর্ষ হচ্ছে। এ কারণে গোটা ভারতীয় প্লেটটি বেঁকে যাচ্ছে দ্বিখণ্ডিত হয়ে যাচ্ছে।
গবেষক লিন লিউ বলেন, আমরা তিব্বতের ৯৪টি ব্রডব্যান্ড সিসমিক স্টেশন থেকে তথ্য নিয়ে ভূগর্ভস্থ প্লেটগুলোর গতির ছবি তৈরি করেছি। এর আগে, যে অঞ্চলে প্লেট দুটির সংঘর্ষ হয়, সেই অঞ্চলে ভূমিকম্পের তরঙ্গ বিশ্লেষণ করেছি। এরপর সেই তরঙ্গগুলো ব্যবহার করে ভারতীয় প্লেটের বর্তমান চিত্র তৈরি করেছি। সূত্র : Independent Television
হককথা/নাছরিন