চীনের সেই গোয়েন্দা বেলুন যুক্তরাষ্ট্রের ইন্টারনেট ব্যবহার করতো
- প্রকাশের সময় : ১১:১৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩
- / ৯২ বার পঠিত
হককথা ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে উড়ে যাওয়া চীনা সেই গোয়েন্দা বেলুন যুক্তরাষ্ট্রের ইন্টারনেট ব্যবহার করেই চীনের কাছে তথ্য পাঠাতো। যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে রিপোর্ট করেছে সিএনএন। এ বছর শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে উড়ে যায় চীনের ওই বেলুন। ওই কর্মকর্তা বলেন, এ সময় যুক্তরাষ্ট্রের ইন্টারনেট সেবা সুবিধা ব্যবহার করে এই বেলুন তথ্য ও তার অবস্থান সম্পর্কে চীনকে জানিয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা এজেন্সিগুলো বেলুনটির অবস্থান এবং এর যাত্রাপথে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের বিষয়গুলো জেনে যায়। এরপরই চীনের সঙ্গে বেলুনটির এমন সম্পর্কের বিষয় সামনে আসে। তবে কোন সুনির্দিষ্ট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ব্যবহার করা হয়েছিল, তা প্রকাশ করা হয়নি। প্রথমে এনবিসি নিউজ রিপোর্ট করে যে, যুক্তরাষ্ট্রের একটি নেটওয়ার্ক ব্যবহার করে বেলুনটি তথ্য সরবরাহ করছিল। যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা বলেন, তবে ওই নেটওয়ার্ক সংযোগ ব্যবহার করে গোয়েন্দা তথ্য পাঠানো হয়নি চীনে।
পক্ষান্তরে বেলুনটি তথ্য মজুদ করে রাখছিল। এর মধ্যে আছে ছবি ও অন্য ডাটা। পরে তা অবমুক্ত করার কথা ছিল। এ বছর ফেব্রুয়ারিতে চীনের এই গোয়েন্দা বেলুনটি সফলতার সঙ্গে গুলি করে ভূপাতিত করে যুক্তরাষ্ট্র। তারপর এতে জমা করা তথ্য নিয়ে বিস্তৃত বিশ্লেষণ করে। এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন এফবিআই এবং ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক। প্রতিক্রিয়ার জন্য ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে সিএনএন। চীন অব্যাহতভাবে বলে আসছে এই বেলুনটি আবহাওয়া মনিটরিং কাজে ব্যবহার করা হচ্ছিল। এর আগে সিএনএন একটি রিপোর্ট প্রকাশ করে। তাতে বলা হয়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সম্প্রদায় তাদের মূল্যায়নে বলেছেন- এই বেলুনটি চীনা সেনাবাহিনীর একটি বিস্তৃত নজরদারি কর্মসূচির অংশ। সাম্প্রতিক বছরগুলোতে কমপক্ষে ৫টি মহাদেশের ওপর দিয়ে কমপক্ষে দুই ডজন অভিযান পরিচালনা করেছে এই বেলুন। সূত্র : মানবজমিন।