নিউইয়র্ক ১১:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

জেল থেকেই নির্দেশনা দিচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:২৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
  • / ৫৫ বার পঠিত

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এখন জেলে বন্দি। সেখান থেকেই পালন করছেন মুখ্যমন্ত্রীর দায়িত্ব। দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর জেল থেকে রবিবার দিল্লির পানি ব্যবস্থান নিয়ে একটি সরকারি নির্দেশ জারি করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত বৃহস্পতিবার রাতে ভারতে আর্থিক অনিয়মের অভিযোগে তাকে গ্রেপ্তার করে ইডি। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে গ্রেপ্তার হন তিনি। দিল্লির আবগারি নীতি সংক্রান্ত ওই মামলায় কেজরিওয়ালকে জেরা করার জন্য ৯ বার সমন পাঠিয়েছিল ইডি। কিন্তু তিনি আসেননি। এই অভিযোগে গ্রেপ্তার হতে হয় তাকে।

এরপর থেকেই জল্পনা শুরু হয় তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্বপালন করতে পারবেন কি না। এমন অবস্থায় আজ লিখিত নির্দেশনা পাঠিয়েছেন মন্ত্রী। দিল্লির মন্ত্রী অতশির কাছে লিখিত নোটে তিনি জানিয়েছেন, `আমি দেখতে পারছি দিল্লির বেশ কিছু এলাকায় পানি সংক দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। গ্রীষ্মের তীব্র গরমে তাদের যেন কষ্ট পেতে না হয় সেজন্য প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হোক।‘

অতশি জানান, এই চিঠি পড়ে চোখের পানি আটকে রাখতে পারেননি তিনি। তিনি বলেন, জেলে থেকেই কেজরিওয়াল দিল্লিবাসীর কথা ভাবছেন। কারণ তিনি নিজেকে ২ কোটি দিল্লিবাসীর পরিবারের সদস্য মনে করেন।

অতশি বলেন, ‘আমি বিজেপিকে বলতে চাই, আপনারা অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করতে পারেন। কিন্তু দিল্লিবাসীর প্রতি তার যে দায়িত্ববোধ তা থেকে সরাতে পারবেন না। উনি জেলে থাকলেও কাজ চালিয়ে যাবেন।’

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

জেল থেকেই নির্দেশনা দিচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী

প্রকাশের সময় : ০৩:২৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪

ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এখন জেলে বন্দি। সেখান থেকেই পালন করছেন মুখ্যমন্ত্রীর দায়িত্ব। দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর জেল থেকে রবিবার দিল্লির পানি ব্যবস্থান নিয়ে একটি সরকারি নির্দেশ জারি করেছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত বৃহস্পতিবার রাতে ভারতে আর্থিক অনিয়মের অভিযোগে তাকে গ্রেপ্তার করে ইডি। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে গ্রেপ্তার হন তিনি। দিল্লির আবগারি নীতি সংক্রান্ত ওই মামলায় কেজরিওয়ালকে জেরা করার জন্য ৯ বার সমন পাঠিয়েছিল ইডি। কিন্তু তিনি আসেননি। এই অভিযোগে গ্রেপ্তার হতে হয় তাকে।

এরপর থেকেই জল্পনা শুরু হয় তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্বপালন করতে পারবেন কি না। এমন অবস্থায় আজ লিখিত নির্দেশনা পাঠিয়েছেন মন্ত্রী। দিল্লির মন্ত্রী অতশির কাছে লিখিত নোটে তিনি জানিয়েছেন, `আমি দেখতে পারছি দিল্লির বেশ কিছু এলাকায় পানি সংক দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন। গ্রীষ্মের তীব্র গরমে তাদের যেন কষ্ট পেতে না হয় সেজন্য প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হোক।‘

অতশি জানান, এই চিঠি পড়ে চোখের পানি আটকে রাখতে পারেননি তিনি। তিনি বলেন, জেলে থেকেই কেজরিওয়াল দিল্লিবাসীর কথা ভাবছেন। কারণ তিনি নিজেকে ২ কোটি দিল্লিবাসীর পরিবারের সদস্য মনে করেন।

অতশি বলেন, ‘আমি বিজেপিকে বলতে চাই, আপনারা অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করতে পারেন। কিন্তু দিল্লিবাসীর প্রতি তার যে দায়িত্ববোধ তা থেকে সরাতে পারবেন না। উনি জেলে থাকলেও কাজ চালিয়ে যাবেন।’