উড্ডয়নের সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিমানের কেবিন ক্রু
- প্রকাশের সময় : ০৩:৩১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
- / ৮৬ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : উড্ডয়নের সময় বিমানের যাত্রীদের সামনেই মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ব্রিটিশ এয়ারওয়েজ ফ্লাইটের অ্যাটেনডেন্ট। বিমানটি লন্ডন বিমানবন্দর থেকে উন্নয়নের সময়ে এ ঘটনা ঘটে। খবর দ্য সানের।
সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়েছে, উড্ডয়নের জন্য বিমানটির দরজা বন্ধ করা হয়। যাত্রীরা তাদের সিট বেল্ড বেঁধেছেন। এমন সময় ঐ ক্রু তার সিটে থাকা অবস্থায় মারা যান। তবে তার নাম প্রকাশ করা হয়নি।
দ্য সানের খবরে আরো বলা হয়, লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে নতুন বছরের দিন বিমানটির হংকংয়ে যাওয়ার কথা ছিল। এ সময় ৫২ বছর বয়সী বিমানের ঐ ক্রু যাত্রীদের সামনেই মারা যান।
তাদের প্রতিবেদন অনুযায়ী, যাত্রীরা তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেন। বিমানের পাইলট যাত্রীদের মধ্যে কোনো ডাক্তার আছেন কিনা তার ঘোষণা দেন। কিন্তু শেষ পর্যন্ত ফ্লাইট বাতিল করে তাকে হাসপাতালে নেওয়া হলেও কোনো কাজ হয়নি।
হককথা/নাছরিন