নিউইয়র্ক ০৯:০১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834
ভারতের সঙ্গে উত্তেজনা

গুতেরেসকে ফোনে শাহবাজ শরিফের উদ্বেগ প্রকাশ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:৪৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / ৩০ বার পঠিত

ভারতের সঙ্গে চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মঙ্গলবার (২৯ এপ্রিল) এই আলোচনায় তিনি দক্ষিণ এশিয়ার শান্তি রক্ষায় জাতিসংঘের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন। খবর জিনহুয়া নেটের।

ফোনালাপে শাহবাজ শরিফ জানান, পাকিস্তান সব ধরনের সন্ত্রাসী তৎপরতার বিরোধিতা করে এবং সন্ত্রাসবিরোধী যুদ্ধে দেশটির অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তিনি কাশ্মীরের পহেলগাঁওতে সাম্প্রতিক হামলার সঙ্গে পাকিস্তানকে জড়িয়ে ভারতের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন এবং ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।

এছাড়া প্রধানমন্ত্রী ভারতের নেওয়া একতরফা পদক্ষেপ, বিশেষ করে সিন্ধু অববাহিকার পানির ওপর নিষেধাজ্ঞাকে ‘অগ্রহণযোগ্য ও উসকানিমূলক’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, পানির প্রবাহ বন্ধের মতো পদক্ষেপ শুধু পরিবেশগত বিপর্যয় নয়, আঞ্চলিক শান্তির জন্যও হুমকি। ফোনালাপে জাতিসংঘ মহাসচিব গুতেরেস দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার পক্ষে পাকিস্তানের অবস্থানের প্রশংসা করেন। তিনি বলেন, এই সংকটময় মুহূর্তে অঞ্চলটিতে উত্তেজনা সৃষ্টি হলে তার প্রভাব গোটা বিশ্বকেই বহন করতে হবে।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও রাজনৈতিক বিষয়ক মুখপাত্র রানা সানাউল্লাহ খান অভিযোগ করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী স্বার্থে পাকিস্তানবিরোধী আবেগকে ইচ্ছাকৃতভাবে উসকে দিচ্ছেন। তিনি বলেন, পুলওয়ামা হামলা থেকে শুরু করে বর্তমান পরিস্থিতি পর্যন্ত একাধিকবার ‘রাজনৈতিক নাটক’ মঞ্চস্থ করে মোদি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন।

রানা সানাউল্লাহ আরও বলেন, পাকিস্তানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসন হলে তা কঠোর, চূড়ান্ত ও উপযুক্ত জবাবের মুখোমুখি হবে। তিনি জানান, পাকিস্তান জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস করবে না। সূত্র : দৈনিক ইত্তেফাক।

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ভারতের সঙ্গে উত্তেজনা

গুতেরেসকে ফোনে শাহবাজ শরিফের উদ্বেগ প্রকাশ

প্রকাশের সময় : ০৪:৪৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

ভারতের সঙ্গে চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মঙ্গলবার (২৯ এপ্রিল) এই আলোচনায় তিনি দক্ষিণ এশিয়ার শান্তি রক্ষায় জাতিসংঘের সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন। খবর জিনহুয়া নেটের।

ফোনালাপে শাহবাজ শরিফ জানান, পাকিস্তান সব ধরনের সন্ত্রাসী তৎপরতার বিরোধিতা করে এবং সন্ত্রাসবিরোধী যুদ্ধে দেশটির অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত। তিনি কাশ্মীরের পহেলগাঁওতে সাম্প্রতিক হামলার সঙ্গে পাকিস্তানকে জড়িয়ে ভারতের অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেন এবং ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান।

এছাড়া প্রধানমন্ত্রী ভারতের নেওয়া একতরফা পদক্ষেপ, বিশেষ করে সিন্ধু অববাহিকার পানির ওপর নিষেধাজ্ঞাকে ‘অগ্রহণযোগ্য ও উসকানিমূলক’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, পানির প্রবাহ বন্ধের মতো পদক্ষেপ শুধু পরিবেশগত বিপর্যয় নয়, আঞ্চলিক শান্তির জন্যও হুমকি। ফোনালাপে জাতিসংঘ মহাসচিব গুতেরেস দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার পক্ষে পাকিস্তানের অবস্থানের প্রশংসা করেন। তিনি বলেন, এই সংকটময় মুহূর্তে অঞ্চলটিতে উত্তেজনা সৃষ্টি হলে তার প্রভাব গোটা বিশ্বকেই বহন করতে হবে।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও রাজনৈতিক বিষয়ক মুখপাত্র রানা সানাউল্লাহ খান অভিযোগ করেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী স্বার্থে পাকিস্তানবিরোধী আবেগকে ইচ্ছাকৃতভাবে উসকে দিচ্ছেন। তিনি বলেন, পুলওয়ামা হামলা থেকে শুরু করে বর্তমান পরিস্থিতি পর্যন্ত একাধিকবার ‘রাজনৈতিক নাটক’ মঞ্চস্থ করে মোদি জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন।

রানা সানাউল্লাহ আরও বলেন, পাকিস্তানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসন হলে তা কঠোর, চূড়ান্ত ও উপযুক্ত জবাবের মুখোমুখি হবে। তিনি জানান, পাকিস্তান জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস করবে না। সূত্র : দৈনিক ইত্তেফাক।