নিউইয়র্ক ০৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

তুরস্কে কাল এরদোয়ান-রাইসির বৈঠক

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:৫৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
  • / ৪৮ বার পঠিত

ইসরায়েল-হামাস যুদ্ধের আঞ্চলিক পরিণতি নিয়ে আলোচনার জন্য ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বুধবার তুরস্কে এক দিনের সরকারি সফর করবেন। একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এএফপি মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাইসি তুরস্কের রাজধানী আংকারায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে দেখা করবেন। মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনার কারণে এ সফরটি এর আগে দুবার স্থগিত করা হয়েছিল—একবার নভেম্বরে এবং একবার এই মাসের শুরুতে। এ ছাড়া ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার উদ্ধৃতি দিয়ে এএফপি বলেছে, রাইসি একটি ‘উচ্চপদস্থ রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধিদলের’ নেতৃত্ব দেবেন। গাজা যুদ্ধের আঞ্চলিক পরিণতি সম্পর্কে ক্রমবর্ধমান আশঙ্কার মধ্যে এই সফরটির খবর এলো।

৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলার প্রতিশোধ হিসেবে যুদ্ধটি শুরু হয়েছে। ইসরায়েলের সরকারি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপির তথ্য অনুসারে, সেই হামলায় ইসরায়েলে প্রায় এক হাজার ১৪০ জন নিহত হয়েছিল। জবাবে ইসরায়েল গাজা উপত্যকায় নিরলস হামলা চালাচ্ছে। হামাস পরিচালিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে, এ যুদ্ধে গাজায় কমপক্ষে ২৫ হাজার ৪৯০ জন নিহত হয়েছে, যাদের প্রায় ৭০ শতাংশ নারী, শিশু ও কিশোর।

এএফপি বলেছে, এর আগে রাইসি সোমবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সিরিয়ায় বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) একজন জ্যেষ্ঠ জেনারেলের হত্যার জন্য ইসরায়েল ‘অবশ্যই মূল্য দেবে’। এ ছাড়া যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন লোহিত সাগরের জাহাজে বারবার হামলার প্রতিশোধ নিতে মঙ্গলবার ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ওপর দ্বিতীয় দফা যৌথ সামরিক হামলা শুরু করেছে। ওয়াশিংটন ও লন্ডনের বিরুদ্ধে লোহিত সাগরকে ‘রক্তগঙ্গা’য় পরিণত করার চেষ্টা করার অভিযোগে এরদোয়ান এই মাসের প্রথম দফা হামলাকে ‘অসামঞ্জস্যপূর্ণ’ বলে নিন্দা করেছেন। সূত্র : কালের কণ্ঠ

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

তুরস্কে কাল এরদোয়ান-রাইসির বৈঠক

প্রকাশের সময় : ০৩:৫৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪

ইসরায়েল-হামাস যুদ্ধের আঞ্চলিক পরিণতি নিয়ে আলোচনার জন্য ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বুধবার তুরস্কে এক দিনের সরকারি সফর করবেন। একটি কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এএফপি মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাইসি তুরস্কের রাজধানী আংকারায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের সঙ্গে দেখা করবেন। মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনার কারণে এ সফরটি এর আগে দুবার স্থগিত করা হয়েছিল—একবার নভেম্বরে এবং একবার এই মাসের শুরুতে। এ ছাড়া ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার উদ্ধৃতি দিয়ে এএফপি বলেছে, রাইসি একটি ‘উচ্চপদস্থ রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধিদলের’ নেতৃত্ব দেবেন। গাজা যুদ্ধের আঞ্চলিক পরিণতি সম্পর্কে ক্রমবর্ধমান আশঙ্কার মধ্যে এই সফরটির খবর এলো।

৭ অক্টোবর ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলার প্রতিশোধ হিসেবে যুদ্ধটি শুরু হয়েছে। ইসরায়েলের সরকারি পরিসংখ্যানের ওপর ভিত্তি করে এএফপির তথ্য অনুসারে, সেই হামলায় ইসরায়েলে প্রায় এক হাজার ১৪০ জন নিহত হয়েছিল। জবাবে ইসরায়েল গাজা উপত্যকায় নিরলস হামলা চালাচ্ছে। হামাস পরিচালিত অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় অনুসারে, এ যুদ্ধে গাজায় কমপক্ষে ২৫ হাজার ৪৯০ জন নিহত হয়েছে, যাদের প্রায় ৭০ শতাংশ নারী, শিশু ও কিশোর।

এএফপি বলেছে, এর আগে রাইসি সোমবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সিরিয়ায় বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) একজন জ্যেষ্ঠ জেনারেলের হত্যার জন্য ইসরায়েল ‘অবশ্যই মূল্য দেবে’। এ ছাড়া যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন লোহিত সাগরের জাহাজে বারবার হামলার প্রতিশোধ নিতে মঙ্গলবার ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের ওপর দ্বিতীয় দফা যৌথ সামরিক হামলা শুরু করেছে। ওয়াশিংটন ও লন্ডনের বিরুদ্ধে লোহিত সাগরকে ‘রক্তগঙ্গা’য় পরিণত করার চেষ্টা করার অভিযোগে এরদোয়ান এই মাসের প্রথম দফা হামলাকে ‘অসামঞ্জস্যপূর্ণ’ বলে নিন্দা করেছেন। সূত্র : কালের কণ্ঠ