আত্মসমর্পণকারী সেনাদের হত্যা করা হচ্ছে, দাবি কিয়েভের
- প্রকাশের সময় : ০৫:৩১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৪ ডিসেম্বর ২০২৩
- / ১৪৩ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার বিরুদ্ধে আত্মসমর্পণ করা দুই ইউক্রেনীয় সেনাকে হত্যার অভিযোগ উঠেছে। কিয়েভের দাবি, আত্মসমর্পণ করলেও রুশ সেনারা নিরস্ত্র ইউক্রেনীয় সেনাদের কাছ থেকে গুলি করে হত্যা করেছেন।
গুলি করার সেই ঘটনাটির একটি ভিডিও চিত্র অনলাইন মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। খবর এএফপির
গত শনিবার ভিডিওটি অনলাইনে প্রকাশিত হয়। তাতে দেখা যায়, গোপন একটি আস্তানা থেকে বেরিয়ে আসছেন দুই ব্যক্তি। তাদের একজন দুই হাত ওপরে তুলে ধরেছেন। তাদের সামনে দাঁড়িয়ে আছেন একদল সৈন্য। কিছুক্ষণ পর গুলির শব্দ ও ধোঁয়া ওড়ার মধ্য দিয়ে ভিডিওটি হঠাৎ শেষ হয়।
এদিকে এএফপি জানিয়েছে, তাদের পক্ষে তাৎক্ষণিক ভিডিওটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
কৌঁসুলির কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর উর্দি পরিহিত দুই নিরস্ত্র সেনা আত্মসমর্পণ করতে যাচ্ছিলেন। কিন্তু রুশ সেনাবাহিনীর উর্দি পরা একদল লোক কাছ থেকে গুলি করে তাদের হত্যা করেছে।
হককথা/নাছরিন