মস্কোতে ১৪৫ বছরের মধ্যে রেকর্ড তুষারপাত
- প্রকাশের সময় : ০৮:১০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
- / ১৫০ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : মৌসুম পুরোপুরি না আসতেই এবার ভারী তুষারপাতে কাঁপছে গোটা ইউরোপ। রাশিয়ায় ইতিহাস সৃষ্টি করল তুষারপাত। মস্কোতে রবিবার ১৪৫ বছরের মধ্যে সবচেয়ে ভারী তুষারঝড় হয়েছে বলে জানা গিয়েছে। প্রতিকূল আবহাওয়ার কারণে রাশিয়াজুড়ে অনেক ফ্লাইটই বাতিল হয়েছে।
রাশিয়ার হাইড্রোমেটি ওরোলজিক্যাল সেন্টারের পরিচালক রোমান ভিলফান্ড বলেছেন, মস্কো ৩ ডিসেম্বর সবচেয়ে ভারী তুষারপাত দেখেছে। ১২ ঘণ্টার মধ্যে রেকর্ড ১০.৭ মিলিমিটার তুষারের স্তর জমে যায়।
এর আগের রেকর্ডটি ছিল ১৮৮৯ সালে। সেবার ৯.৫ মিলিমিটার তুষারস্তর জমে গিয়েছিল।
মস্কো বিমানবন্দরে বিমান ওঠানামাসহ ৭৩টি ফ্লাইট ভারি তুষারঝড়ের কারণে বাতিল করা হয়েছে।
এদিকে সাইবেরিয়ার উত্তর-পূর্ব অংশের তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমে গিয়েছে। এই অঞ্চলের রাজধানী ইয়াকুটস্কে তাপমাত্রা ছিল মাইনাস ৪৪ ডিগ্রি সেলসিয়াস থেকে মাইনাস ৪৮ ডিগ্রি সেলসিয়াস। সূত্র : বণিক বার্তা
নাছরিন/হককথা