ড্রোন উৎপাদন তিন গুণ বাড়ানোর পরিকল্পনা রাশিয়ার
- প্রকাশের সময় : ০৪:০৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪
- / ৫৮ বার পঠিত
২০২৩ সালের ১৯ ডিসেম্বর মস্কোতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জাতীয় প্রতিরক্ষা নিয়ন্ত্রণ কেন্দ্রে সামরিক ড্রোন প্রদর্শন। ছবি : রয়টার্স
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া ২০৩০ সালের মধ্যে প্রতিবছর ৩২ হাজারেরও বেশি ড্রোন তৈরির পরিকল্পনা করছে এবং বাজারের ৭০ শতাংশ দেশীয় উৎপাদকদের দখলে থাকবে। রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী আন্দ্রেই বেলোসভ শনিবার এ কথা বলেছেন বলে বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে মস্কো ও কিয়েভ ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করছে এবং উভয় পক্ষই যুদ্ধ শুরুর সঙ্গে সঙ্গে সামরিক উৎপাদন তীব্রভাবে বৃদ্ধি করছে।
বেলোসভ তাসকে বলেছেন, ‘মানবহীন আকাশযানের (ইউএভি) বার্ষিক উৎপাদনের পরিমাণ (শিক্ষামূলক ইউএভি বাদে) ৩২ হাজার ৫০০ ইউনিটের পরিকল্পনা করা হয়েছে।
এটি বর্তমান উৎপাদনের তুলনায় প্রায় তিন গুণ বেশি। একই সময়ে ইউএভির বাজারের ৭০ শতাংশ হবে রুশ ইউএভি।’
মস্কো সস্তায় উৎপাদিত ও ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করছে। যা ব্যবহার করে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে যুদ্ধের সম্মুখ সারির অনেক পেছনে অবকাঠামোতে বেশি করে হামলা চালানো হচ্ছে।
বেলোসভ বলেছেন, রাশিয়া ২০৩০ সালের মধ্যে ৬৯৬ বিলিয়ন রুবল (৭.৬৬ বিলিয়ন মার্কিন ডলার) দিয়ে ইউএভিতে জাতীয় প্রকল্পের আওতায় অর্থায়ন করবে। এই মাসে এ সম্পর্কে আরো বিশদ প্রকাশ করা হবে।
গত বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ইউএভিগুলো কেবল সামরিক নয়, কার্যত সমস্ত শিল্পে ব্যবহার করা যেতে পারে। এদিকে ইউক্রেন ডিসেম্বরে বলেছিল, তারা ২০২৪ সালে ১১ হাজারেরও বেশি মাঝারি এবং দূরপাল্লার সামরিক ড্রোন তৈরির পরিকল্পনা করেছে।
হককথা/নাছরিন