নিউইয়র্ক ০৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

গাজা পরিস্থিতিকে লেনিনগ্রাদ অবরোধের সঙ্গে তুলনা করলো রাশিয়া

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:৫০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩
  • / ৭৫ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: গাজা পরিস্থিতিকে লেনিনগ্রাদ অবরোধের সঙ্গে তুলনা করেছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া বুধবার এই তুলনা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিল রাশিয়ার শহর লেনিনগ্রাদ। তবে শহরটির চারদিকে কঠিন অবরোধ গড়ে তুলেছিল নাৎসিরা। এরপর শহরের নিরীহ বেসামরিক জনগণের ওপর বৃষ্টির মতো বোমা ফেলা হয়েছিল। সেই ঘটনার সঙ্গে গাজার বর্তমান পরিস্থিতির তুলনা করেছে রাশিয়া।

মিডল ইস্ট মনিটর জানিয়েছে, নেবেনজিয়া নিজেও এই বক্তব্য দেয়ার এক দিন আগেই গাজা সফর করেছেন। গাজা উপত্যকা ও মিশরের সীমান্তে অবস্থিত রাফাহ চেকপয়েন্টে যান তিনি। এখান দিয়েই গাজায় মানবিক ত্রান সরবরাহ করা হচ্ছে। এই সফরের সময় এই রুশ কূটনৈতিক গাজার স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং সরাসরি গাজা পরিস্থিতি সম্পর্কে খোজ নেন। সফর শেষে জাতিসংঘে তিনি বলেন, এই সফরের মাধ্যমে আমরা আরও ভালোভাবে বুঝতে পারছি যে গাজায় আসলে কী হচ্ছে। গাজা উপত্যকায় এখন ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটছে।

প্রতি দিন এই পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। যদিও আরও খারাপ হওয়ার কিছু বাকি নেই। এরপরই তিনি বলেন, আমি গাজার এই অবস্থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর লেনিনগ্রাদ অবরোধের সঙ্গে তুলনা করতে চাই। ওই অবরোধের মধ্যে বোমা হামলায় ১০ লাখেরও বেশি রাশিয়ান প্রাণ হারিয়েছিলেন। তিনি প্রশ্ন তুলে দেন, গাজাও কি সেই একই পরিণতির মুখে? এই আধুনিক যুগে এসেও কীভাবে এমনটা হচ্ছে তা কল্পনাই করা যায় না। সূত্র : মানবজমিন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

গাজা পরিস্থিতিকে লেনিনগ্রাদ অবরোধের সঙ্গে তুলনা করলো রাশিয়া

প্রকাশের সময় : ১২:৫০:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক: গাজা পরিস্থিতিকে লেনিনগ্রাদ অবরোধের সঙ্গে তুলনা করেছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া বুধবার এই তুলনা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলেছিল রাশিয়ার শহর লেনিনগ্রাদ। তবে শহরটির চারদিকে কঠিন অবরোধ গড়ে তুলেছিল নাৎসিরা। এরপর শহরের নিরীহ বেসামরিক জনগণের ওপর বৃষ্টির মতো বোমা ফেলা হয়েছিল। সেই ঘটনার সঙ্গে গাজার বর্তমান পরিস্থিতির তুলনা করেছে রাশিয়া।

মিডল ইস্ট মনিটর জানিয়েছে, নেবেনজিয়া নিজেও এই বক্তব্য দেয়ার এক দিন আগেই গাজা সফর করেছেন। গাজা উপত্যকা ও মিশরের সীমান্তে অবস্থিত রাফাহ চেকপয়েন্টে যান তিনি। এখান দিয়েই গাজায় মানবিক ত্রান সরবরাহ করা হচ্ছে। এই সফরের সময় এই রুশ কূটনৈতিক গাজার স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং সরাসরি গাজা পরিস্থিতি সম্পর্কে খোজ নেন। সফর শেষে জাতিসংঘে তিনি বলেন, এই সফরের মাধ্যমে আমরা আরও ভালোভাবে বুঝতে পারছি যে গাজায় আসলে কী হচ্ছে। গাজা উপত্যকায় এখন ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটছে।

প্রতি দিন এই পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। যদিও আরও খারাপ হওয়ার কিছু বাকি নেই। এরপরই তিনি বলেন, আমি গাজার এই অবস্থাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর লেনিনগ্রাদ অবরোধের সঙ্গে তুলনা করতে চাই। ওই অবরোধের মধ্যে বোমা হামলায় ১০ লাখেরও বেশি রাশিয়ান প্রাণ হারিয়েছিলেন। তিনি প্রশ্ন তুলে দেন, গাজাও কি সেই একই পরিণতির মুখে? এই আধুনিক যুগে এসেও কীভাবে এমনটা হচ্ছে তা কল্পনাই করা যায় না। সূত্র : মানবজমিন।