নিউইয়র্ক ০২:৪০ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

গবেষণা : ভেঙে ২ টুকরো হয়ে যাবে ভারত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:২৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
  • / ৫৯ বার পঠিত

কয়েকদিন আগেই ভূমিকম্প হয়েছিল তিব্বতে। তখনই আলোচিত হয়েছিল টেকটনিক প্লেট নিয়ে। এবার ভূতাত্ত্বিকরা জানাচ্ছেন, ভারতীয় টেকটনিক প্লেট ভেঙে দুই ভাগে বিভক্ত হয়ে যেতে পারে। সেই আশঙ্কা ক্রমেই জোরদার হচ্ছে। আর তা যদি হয়, সেক্ষেত্রে ভারতের লাদাখ, উত্তরাখণ্ড, সিকিম, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ এবং উত্তরপ্রদেশের একাংশ মুছে যেতে পারে দেশটির মানচিত্র থেকে। এমনই দাবি করেছে একটি প্রতিবেদন।

সম্প্রতি এক সম্মেলনে বিজ্ঞানীরা দাবি করেন, এই মুহূর্তে ভারতীয় টেকটনিক প্লেট ‘ডিলেমিনেশন’ প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে। দেখা যাচ্ছে- গভীর নিম্নাংশটি অগভীর ঊর্ধ্বাংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ইউরেশিয়ান প্লেটের সঙ্গে ধাক্কাধাক্কির ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই বিচ্ছিন্নতা খুব সহজ পদ্ধতি নয়। পৃথিবীর গভীরে খুব জটিল চলনের ফলে এমন পরিস্থিতি তৈরি হয়।

চীনা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ লিন লিউয়ের নেতৃত্বে এক গবেষক দল দক্ষিণ তিব্বতের ভূকম্প সংক্রান্ত তথ্য পরীক্ষা করে দেখেছে। আর সেই পরীক্ষায় পরিষ্কার দেখা গেছে যে, ভারতের অনেক অংশই অবিচ্ছিন্ন থাকলেও ১০০ কিলোমিটার গভীর অংশে ফাটল দেখা দিচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে এই ফাটল বরাবর দুই ভাগে ভেঙে যেতে পারে দেশটি। এর প্রভাব পড়বে হিমালয়ের ওপরও। গবেষকদের দাবি- আর হিমালয়ের জন্মও হয়েছিল ভারতীয় ও ইউরেশিয়ার প্লেটের ধাক্কাধাক্কিতেই।

গবেষকরা বলছেন, তাদের আশা, গবেষণা আরও অগ্রসর হলে তারা এ সংক্রান্ত আরও বড় ছবি পাবে। তখনই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। টেকটনিক প্লেটের চলন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয়। সেদিকে লক্ষ্য রেখে ভারতের ভবিষ্যৎসহ পৃথিবীর আগামী সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে চাইছেন গবেষকরা। সূত্র : সংবাদ প্রতিদিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

গবেষণা : ভেঙে ২ টুকরো হয়ে যাবে ভারত

প্রকাশের সময় : ১১:২৪:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

কয়েকদিন আগেই ভূমিকম্প হয়েছিল তিব্বতে। তখনই আলোচিত হয়েছিল টেকটনিক প্লেট নিয়ে। এবার ভূতাত্ত্বিকরা জানাচ্ছেন, ভারতীয় টেকটনিক প্লেট ভেঙে দুই ভাগে বিভক্ত হয়ে যেতে পারে। সেই আশঙ্কা ক্রমেই জোরদার হচ্ছে। আর তা যদি হয়, সেক্ষেত্রে ভারতের লাদাখ, উত্তরাখণ্ড, সিকিম, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ এবং উত্তরপ্রদেশের একাংশ মুছে যেতে পারে দেশটির মানচিত্র থেকে। এমনই দাবি করেছে একটি প্রতিবেদন।

সম্প্রতি এক সম্মেলনে বিজ্ঞানীরা দাবি করেন, এই মুহূর্তে ভারতীয় টেকটনিক প্লেট ‘ডিলেমিনেশন’ প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে। দেখা যাচ্ছে- গভীর নিম্নাংশটি অগভীর ঊর্ধ্বাংশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ইউরেশিয়ান প্লেটের সঙ্গে ধাক্কাধাক্কির ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এই বিচ্ছিন্নতা খুব সহজ পদ্ধতি নয়। পৃথিবীর গভীরে খুব জটিল চলনের ফলে এমন পরিস্থিতি তৈরি হয়।

চীনা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ লিন লিউয়ের নেতৃত্বে এক গবেষক দল দক্ষিণ তিব্বতের ভূকম্প সংক্রান্ত তথ্য পরীক্ষা করে দেখেছে। আর সেই পরীক্ষায় পরিষ্কার দেখা গেছে যে, ভারতের অনেক অংশই অবিচ্ছিন্ন থাকলেও ১০০ কিলোমিটার গভীর অংশে ফাটল দেখা দিচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে এই ফাটল বরাবর দুই ভাগে ভেঙে যেতে পারে দেশটি। এর প্রভাব পড়বে হিমালয়ের ওপরও। গবেষকদের দাবি- আর হিমালয়ের জন্মও হয়েছিল ভারতীয় ও ইউরেশিয়ার প্লেটের ধাক্কাধাক্কিতেই।

গবেষকরা বলছেন, তাদের আশা, গবেষণা আরও অগ্রসর হলে তারা এ সংক্রান্ত আরও বড় ছবি পাবে। তখনই বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। টেকটনিক প্লেটের চলন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিষয়। সেদিকে লক্ষ্য রেখে ভারতের ভবিষ্যৎসহ পৃথিবীর আগামী সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে চাইছেন গবেষকরা। সূত্র : সংবাদ প্রতিদিন