নিউইয়র্ক ১০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

আরব আমিরাতে পুতিন

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:৪২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩
  • / ৪৩ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে বিদেশ সফর কমিয়ে এনেছেন রুশ প্রেসিডেন্ট। এর আগে সাবেক সোভিয়েত দেশগুলোতে ও পরম মিত্র চীন সফরে গিয়েছিলেন তিনি।

আরব নিউজের খবরে বলা হয়, পুতিনকে জাকজমকপূর্ণ অভিবাদন জানিয়েছে আরব আমিরাত। আমিরাতের আকাশসীমায় পুতিনের বিমান প্রবেশের সঙ্গে সঙ্গে তাকে স্বাগত জানায় একাধিক সামরিক বিমান। বুধবার পুতিনের বিমান যখন আবু ধাবিতে অবতরণ করে, তখন সেখানে আরব আমিরাতের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর পুতিনকে অভিবাদন জানান দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তার সম্মানে কাসর আল-ওয়াতানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাশিয়ার প্রেসিডেন্টের গাড়িকে নিরাপত্তা দেয় উট ও ঘোড়ার পিঠে চড়া একটি বিশেষ সেনাদল। এরপর দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় রাজধানীতে। পুতিনকে স্বাগত জানাতে ‘২১-গান স্যালুট’ দেয়া হয়। আকাশে আমিরাতি যুদ্ধবিমানগুলো রাশিয়ার জাতীয় পতাকার রঙ ছড়িয়ে দেয়।

২০১৯ সালের পর এটাই পুতিনের প্রথম আমিরাত সফর।

জায়েদ আল নাহিয়ান পুতিনকে ‘প্রিয় বন্ধু’ বলে আখ্যায়িত করেন। তিনি জানান, রুশ রাষ্ট্রপতির সফরের কারণে তিনি অত্যন্ত আনন্দিত। অপরদিকে পুতিন বলেন, রাশিয়া ও আরব আমিরাতের মধ্যেকার সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। আরব বিশ্বের মধ্যে রাশিয়ার সবথেকে বড় ব্যবসায়িক পার্টনার আরব আমিরাত। এর আগে গত জুন মাসে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন আরব আমিরাতের প্রেসিডেন্ট।

নাছরিন/হককথা

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

আরব আমিরাতে পুতিন

প্রকাশের সময় : ০৫:৪২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাত সফরে গিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০২২ সালে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে বিদেশ সফর কমিয়ে এনেছেন রুশ প্রেসিডেন্ট। এর আগে সাবেক সোভিয়েত দেশগুলোতে ও পরম মিত্র চীন সফরে গিয়েছিলেন তিনি।

আরব নিউজের খবরে বলা হয়, পুতিনকে জাকজমকপূর্ণ অভিবাদন জানিয়েছে আরব আমিরাত। আমিরাতের আকাশসীমায় পুতিনের বিমান প্রবেশের সঙ্গে সঙ্গে তাকে স্বাগত জানায় একাধিক সামরিক বিমান। বুধবার পুতিনের বিমান যখন আবু ধাবিতে অবতরণ করে, তখন সেখানে আরব আমিরাতের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপর পুতিনকে অভিবাদন জানান দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। তার সম্মানে কাসর আল-ওয়াতানে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাশিয়ার প্রেসিডেন্টের গাড়িকে নিরাপত্তা দেয় উট ও ঘোড়ার পিঠে চড়া একটি বিশেষ সেনাদল। এরপর দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় রাজধানীতে। পুতিনকে স্বাগত জানাতে ‘২১-গান স্যালুট’ দেয়া হয়। আকাশে আমিরাতি যুদ্ধবিমানগুলো রাশিয়ার জাতীয় পতাকার রঙ ছড়িয়ে দেয়।

২০১৯ সালের পর এটাই পুতিনের প্রথম আমিরাত সফর।

জায়েদ আল নাহিয়ান পুতিনকে ‘প্রিয় বন্ধু’ বলে আখ্যায়িত করেন। তিনি জানান, রুশ রাষ্ট্রপতির সফরের কারণে তিনি অত্যন্ত আনন্দিত। অপরদিকে পুতিন বলেন, রাশিয়া ও আরব আমিরাতের মধ্যেকার সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। আরব বিশ্বের মধ্যে রাশিয়ার সবথেকে বড় ব্যবসায়িক পার্টনার আরব আমিরাত। এর আগে গত জুন মাসে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন আরব আমিরাতের প্রেসিডেন্ট।

নাছরিন/হককথা