নিউইয়র্ক ০৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইমরান খানের নির্দেশে পিটিআই মাঠে নামছে আজ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:২১:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
  • / ৪৩ বার পঠিত

পাকিস্তানের রাজনীতিতে বইছে নির্বাচনের হাওয়া। আগামী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এর আগে বড় ধরনের শক্তি প্রদর্শনে রোববার থেকে মাঠে নামছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

এর মাধ্যমে ৯ মে দাঙ্গার পর প্রথমবারের মতো বড় শক্তি প্রদর্শন করবে দলটি। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন পিটিআই’র কেন্দ্রীয় তথ্য সম্পাদক রওফ হাসান জানান, নির্বাচনে আমাদের প্রার্থীদের দুপুর ২টায় বের হয়ে তাদের নির্বাচনী এলাকায় সমাবেশ ও জনসভা করার জন্য স্পষ্ট নির্দেশনা দিয়েছি। তারা ভোটারদের উদ্দেশে ভাষণ দিবেন। এসময় একটি বার্তা দেয়া হবে , সেটি হলো, পিটিআই কাউকে তার স্থান দখল করতে দেবে না।

জানা গেছে, রোববার দলটি ১৫৮ পৃষ্ঠার ইশতেহার প্রকাশ করবে। যেখানে পাকিস্তানের সব ইস্যু গুরুত্ব পাবে বলে জানিয়েছেন দলের নেতা ফিরদৌস শামীম নকভি। এর আগে এ সপ্তাহের শুরুতে ইমরান খান রোববার থেকে সারাদেশে সব প্রার্থীদের রাজপথে নামতে নির্দেশ দিয়েছিলেন। এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা সমাবেশ করবে না তাদের টিকিট বাতিল করা হবে।

পরে সাবেক প্রধানমন্ত্রীর বোনও গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন এবং গণমাধ্যমের মাধ্যমে দলীয় কর্মী ও টিকিটধারীদের কাছে বার্তা পৌঁছে দেন। অবশ্য মাঠে নামার এই ঘোষণা বেশ কয়েকজন প্রার্থীর মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। কারণ তারা গ্রেপ্তার এড়াতে ইতোমধ্যেই বিভিন্ন স্থানে লুকিয়ে আছেন। রোববার বাইরে বের হলে তাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হবে বলেও আশঙ্কা করছেন তারা। তবে তথ্য সম্পাদক রওফ হাসান বলেন, গ্রেপ্তারের ভয় ছাড়াই সারাদেশে সমাবেশ করার জন্য সব পর্যায়ের নেতৃত্বকে বার্তা দেয়া হয়েছে। সূত্র : ডেইলি-বাংলাদেশ।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইমরান খানের নির্দেশে পিটিআই মাঠে নামছে আজ

প্রকাশের সময় : ১১:২১:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪

পাকিস্তানের রাজনীতিতে বইছে নির্বাচনের হাওয়া। আগামী ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এর আগে বড় ধরনের শক্তি প্রদর্শনে রোববার থেকে মাঠে নামছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।

এর মাধ্যমে ৯ মে দাঙ্গার পর প্রথমবারের মতো বড় শক্তি প্রদর্শন করবে দলটি। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন পিটিআই’র কেন্দ্রীয় তথ্য সম্পাদক রওফ হাসান জানান, নির্বাচনে আমাদের প্রার্থীদের দুপুর ২টায় বের হয়ে তাদের নির্বাচনী এলাকায় সমাবেশ ও জনসভা করার জন্য স্পষ্ট নির্দেশনা দিয়েছি। তারা ভোটারদের উদ্দেশে ভাষণ দিবেন। এসময় একটি বার্তা দেয়া হবে , সেটি হলো, পিটিআই কাউকে তার স্থান দখল করতে দেবে না।

জানা গেছে, রোববার দলটি ১৫৮ পৃষ্ঠার ইশতেহার প্রকাশ করবে। যেখানে পাকিস্তানের সব ইস্যু গুরুত্ব পাবে বলে জানিয়েছেন দলের নেতা ফিরদৌস শামীম নকভি। এর আগে এ সপ্তাহের শুরুতে ইমরান খান রোববার থেকে সারাদেশে সব প্রার্থীদের রাজপথে নামতে নির্দেশ দিয়েছিলেন। এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা সমাবেশ করবে না তাদের টিকিট বাতিল করা হবে।

পরে সাবেক প্রধানমন্ত্রীর বোনও গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন এবং গণমাধ্যমের মাধ্যমে দলীয় কর্মী ও টিকিটধারীদের কাছে বার্তা পৌঁছে দেন। অবশ্য মাঠে নামার এই ঘোষণা বেশ কয়েকজন প্রার্থীর মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। কারণ তারা গ্রেপ্তার এড়াতে ইতোমধ্যেই বিভিন্ন স্থানে লুকিয়ে আছেন। রোববার বাইরে বের হলে তাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হবে বলেও আশঙ্কা করছেন তারা। তবে তথ্য সম্পাদক রওফ হাসান বলেন, গ্রেপ্তারের ভয় ছাড়াই সারাদেশে সমাবেশ করার জন্য সব পর্যায়ের নেতৃত্বকে বার্তা দেয়া হয়েছে। সূত্র : ডেইলি-বাংলাদেশ।