নিউইয়র্ক ০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের প্রখ্যাত বিজ্ঞানী নিহত

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:১৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩
  • / ২০ বার পঠিত

হককথা ডেস্ক : যুদ্ধবিরতির পর থেকেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল আরও তীব্রতার সাথে হামলা চালানো শুরু করেছে। এতে ফিলিস্তিনের প্রখ্যাত এক বিজ্ঞানী নিহত হয়েছেন। হামলায় তার পরিবারের সবাই প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির উচ্চ শিক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্স’র।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, প্রখ্যাত ওই বিজ্ঞানীর নাম সুফিয়ান তায়েহ। ফিলিস্তিনি উচ্চ শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়, গাজা শহরের ৩০ কিলোমিটার (১৮ মাইল) উত্তর-পূর্বে আল-ফালুজা শহরে বিমান হামলা চালায় তারা। আর এই হামলাতেই বিশিষ্ট ফিলিস্তিনি বিজ্ঞানী সুফিয়ান তায়েহ এবং তার পরিবার নিহত হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, ফিলিস্তিনের ইসলামিক ইউনিভার্সিটি অব গাজার প্রেসিডেন্ট ছিলেন বিজ্ঞানী সুফিয়ান তায়েহ। পাশাপাশি তিনি পদার্থবিদ্যা এবং ফলিত গণিতের একজন শীর্ষস্থানীয় গবেষক।

এদিকে টানা ছয় সপ্তাহ যুদ্ধ চলার পর বন্দী বিনিময় করতে সম্মত হয় উভয় পক্ষ। প্রথমে ৪ দিন এবং পরে দুই দফায় মোট ৩ দিন বাড়িয়ে মোট ৭ দিন সাময়িক যুদ্ধ বিরতি দিয়ে বন্দী বিনিময় করে ইসরায়েল ও হামাস।

এরপর শুক্রবার (১ ডিসেম্বর) থেকেই ফের গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, গাজায় দ্বিতীয় দফায় যুদ্ধ শুরু হওয়ার পর শনিবার ৪ শতাধিক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল বাহিনী।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের প্রখ্যাত বিজ্ঞানী নিহত

প্রকাশের সময় : ০৫:১৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩

হককথা ডেস্ক : যুদ্ধবিরতির পর থেকেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েল আরও তীব্রতার সাথে হামলা চালানো শুরু করেছে। এতে ফিলিস্তিনের প্রখ্যাত এক বিজ্ঞানী নিহত হয়েছেন। হামলায় তার পরিবারের সবাই প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির উচ্চ শিক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্স’র।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, প্রখ্যাত ওই বিজ্ঞানীর নাম সুফিয়ান তায়েহ। ফিলিস্তিনি উচ্চ শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়, গাজা শহরের ৩০ কিলোমিটার (১৮ মাইল) উত্তর-পূর্বে আল-ফালুজা শহরে বিমান হামলা চালায় তারা। আর এই হামলাতেই বিশিষ্ট ফিলিস্তিনি বিজ্ঞানী সুফিয়ান তায়েহ এবং তার পরিবার নিহত হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, ফিলিস্তিনের ইসলামিক ইউনিভার্সিটি অব গাজার প্রেসিডেন্ট ছিলেন বিজ্ঞানী সুফিয়ান তায়েহ। পাশাপাশি তিনি পদার্থবিদ্যা এবং ফলিত গণিতের একজন শীর্ষস্থানীয় গবেষক।

এদিকে টানা ছয় সপ্তাহ যুদ্ধ চলার পর বন্দী বিনিময় করতে সম্মত হয় উভয় পক্ষ। প্রথমে ৪ দিন এবং পরে দুই দফায় মোট ৩ দিন বাড়িয়ে মোট ৭ দিন সাময়িক যুদ্ধ বিরতি দিয়ে বন্দী বিনিময় করে ইসরায়েল ও হামাস।

এরপর শুক্রবার (১ ডিসেম্বর) থেকেই ফের গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, গাজায় দ্বিতীয় দফায় যুদ্ধ শুরু হওয়ার পর শনিবার ৪ শতাধিক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল বাহিনী।