নিউইয়র্ক ০২:০৮ অপরাহ্ন, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

প্রিন্সেস ডায়ানার লেখা চিঠি নিলামে

হককথা ডেস্ক
  • প্রকাশের সময় : ০২:৩৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪
  • / ১২৪ বার পঠিত

প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর পেরিয়ে গেছে ২৬ বছরেরও বেশি সময়। কিন্তু আজও ‘পিপলস প্রিন্সেস’ বা জনগণের রাজকুমারী ডায়ানাকে ঘিরে আগ্রহের কমতি নেই। এখনো তাঁর ব্যবহৃত পোশাক, অলংকার থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র নিলামে চড়া দামে বিক্রি হয়। সেই ধারাবাহিকতায় এবার প্রিন্সেস ডায়ানার লেখা কয়েকটি চিঠি ও পোস্টকার্ড নিলামে উঠছে।

গৃহকর্মী মড পেন্ড্রেকে লেখা এসব চিঠি ও পোস্টকার্ড আগামী ২৭ জুন নিলামে তোলা হবে। দ্য নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ১৯৮১ সালে ব্রিটেনের সিংহাসনের উত্তরাধিকারী তৎকালীন প্রিন্স চার্লসের সঙ্গে বিয়ে হওয়ার পর প্রিন্সেস অব ওয়েলসের সঙ্গে পেন্ড্রের চিঠি আদান-প্রদান হতো। ১৯৮১ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ডায়ানার দেওয়া ১৪টি চিঠি এবং বড়দিন ও নববর্ষের কার্ড নিলামে তোলা হবে। বেভারলি হিলসের নিলামকারী প্রতিষ্ঠান জুলিয়ানস অকশনস এই চিঠি ও কার্ডগুলো নিলামে তুলবে।

এগুলো চড়া দামে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে। এসব চিঠির অনেকগুলোতেই ডায়ানার জীবনের ব্যক্তিগত নানা দিক ও অর্জনের কথা ঠাঁই পেয়েছে। ১৯৮২ সালের ৮ সেপ্টেম্বরে লেখা একটি চিঠিতে ডায়ানা প্রিন্স চার্লসের সঙ্গে তাঁর ‘দুর্দান্ত মধুচন্দ্রিমা’ কাটানোর কথা লিখেছেন। বড় ছেলে উইলিয়ামের জন্মের পরপরই লেখা একটি চিঠিতে ডায়ানা নিজেকে ‘দারুণ গর্বিত ও সুখী মা’ হিসেবে উল্লেখ করেছিলেন। তিনি আরো লিখেছিলেন, ‘উইলিয়াম আমাদের জন্য এত আনন্দ ও স্বস্তি নিয়ে এসেছে, যে আরো অনেকের আগমনের জন্য আমার তর সইছে না।’

১৯৮২ সালে লেখা একটি নোটে প্রিন্স উইলিয়ামকে উপহার দেওয়ার জন্য কর্মীদের ধন্যবাদ দিয়েছিলেন ডায়ানা। তিনি লিখেছিলেন, ‘তোমাদের দেওয়া সুন্দর কার্ডিগানের জন্য আমরা ভীষণ রোমাঞ্চিত ও আনন্দিত। উইলিয়ামকে এত আদর দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, এতটা ভালোবাসা ওর প্রাপ্য নয়।’ নোটটির শেষে ডায়ানার স্বাক্ষরও ছিল। সূত্র : এনডিটিভি

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

প্রিন্সেস ডায়ানার লেখা চিঠি নিলামে

প্রকাশের সময় : ০২:৩৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪

প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর পেরিয়ে গেছে ২৬ বছরেরও বেশি সময়। কিন্তু আজও ‘পিপলস প্রিন্সেস’ বা জনগণের রাজকুমারী ডায়ানাকে ঘিরে আগ্রহের কমতি নেই। এখনো তাঁর ব্যবহৃত পোশাক, অলংকার থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র নিলামে চড়া দামে বিক্রি হয়। সেই ধারাবাহিকতায় এবার প্রিন্সেস ডায়ানার লেখা কয়েকটি চিঠি ও পোস্টকার্ড নিলামে উঠছে।

গৃহকর্মী মড পেন্ড্রেকে লেখা এসব চিঠি ও পোস্টকার্ড আগামী ২৭ জুন নিলামে তোলা হবে। দ্য নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ১৯৮১ সালে ব্রিটেনের সিংহাসনের উত্তরাধিকারী তৎকালীন প্রিন্স চার্লসের সঙ্গে বিয়ে হওয়ার পর প্রিন্সেস অব ওয়েলসের সঙ্গে পেন্ড্রের চিঠি আদান-প্রদান হতো। ১৯৮১ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ডায়ানার দেওয়া ১৪টি চিঠি এবং বড়দিন ও নববর্ষের কার্ড নিলামে তোলা হবে। বেভারলি হিলসের নিলামকারী প্রতিষ্ঠান জুলিয়ানস অকশনস এই চিঠি ও কার্ডগুলো নিলামে তুলবে।

এগুলো চড়া দামে বিক্রি হবে বলে আশা করা হচ্ছে। এসব চিঠির অনেকগুলোতেই ডায়ানার জীবনের ব্যক্তিগত নানা দিক ও অর্জনের কথা ঠাঁই পেয়েছে। ১৯৮২ সালের ৮ সেপ্টেম্বরে লেখা একটি চিঠিতে ডায়ানা প্রিন্স চার্লসের সঙ্গে তাঁর ‘দুর্দান্ত মধুচন্দ্রিমা’ কাটানোর কথা লিখেছেন। বড় ছেলে উইলিয়ামের জন্মের পরপরই লেখা একটি চিঠিতে ডায়ানা নিজেকে ‘দারুণ গর্বিত ও সুখী মা’ হিসেবে উল্লেখ করেছিলেন। তিনি আরো লিখেছিলেন, ‘উইলিয়াম আমাদের জন্য এত আনন্দ ও স্বস্তি নিয়ে এসেছে, যে আরো অনেকের আগমনের জন্য আমার তর সইছে না।’

১৯৮২ সালে লেখা একটি নোটে প্রিন্স উইলিয়ামকে উপহার দেওয়ার জন্য কর্মীদের ধন্যবাদ দিয়েছিলেন ডায়ানা। তিনি লিখেছিলেন, ‘তোমাদের দেওয়া সুন্দর কার্ডিগানের জন্য আমরা ভীষণ রোমাঞ্চিত ও আনন্দিত। উইলিয়ামকে এত আদর দেওয়ার জন্য অনেক ধন্যবাদ, এতটা ভালোবাসা ওর প্রাপ্য নয়।’ নোটটির শেষে ডায়ানার স্বাক্ষরও ছিল। সূত্র : এনডিটিভি