ইউক্রেন থেকে দুঃসংবাদ শোনার জন্য প্রস্তুত থাকুন : ন্যাটো প্রধান
- প্রকাশের সময় : ০৭:৫৪:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩
- / ৮৪ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নতুন পর্যায়ে মোড় নিচ্ছে জানিয়ে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোর প্রধান ইয়েন্স স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেন থেকে দুঃসংবাদ শোনার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। তবে ইউক্রেনের ভালো-মন্দ সব অবস্থাতেই তার পাশে দাঁড়াতে হবে।
জার্মান টেলিভিশন এআরডি’কে দেয়া এক সাক্ষাৎকারে শনিবার তার শঙ্কার কথা জানান স্টলটেনবার্গ। তিনি বলেন, ইউক্রেনের সামরিক বাহিনী গেলো কয়েক মাসে রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের কোনো সফলতা অর্জন করতে ব্যর্থ হয়েছে। তবে যাই হোক না কেন পশ্চিমা দেশগুলোর ইউক্রেনের পাশে থাকা উচিত।
ন্যাটো সামরিক জোটের সমালোচনা করে তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের জন্য যে পরিমাণে গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম প্রয়োজন ছিলো, ইউক্রেনকে তা সরবরাহ করা সম্ভব হয়নি। এসময় ন্যাটো সদস্যদের গোলাবারুদ উৎপাদন বাড়ানো এবং ইউক্রেনে সরবরাহের আহবান জানান তিনি।
স্টলটেনবার্গ স্বীকার করেন যে, রাশিয়ার লাগাতার আক্রমণে ইউক্রেনের ফ্রন্টলাইনগুলো গেলো কয়েক মাসে ধরে একই পরিস্থিতিতে রয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, পুতিনের বিজয় শুধুমাত্র ইউক্রেনের জন্যই একটি ট্র্যাজেডি হবে না, এটি বাকি মিত্রদের জন্যও বিপদ ডেকে আনবে। আমরা যত বেশি ইউক্রেনকে সমর্থন করব, যুদ্ধ তত দ্রুত শেষ হবে।
ন্যাটো প্রধান এমন সময় এসব কথা বললেন যখন রুশ সেনারা ইউক্রেনে নতুন করে নিজেদের অবস্থান শক্তিশালী করছে।
নাছরিন/হককথা