বরফের মধ্যে ৩ ঘণ্টা কাটিয়ে বিশ্ব রেকর্ড গড়লেন পোলিশ নারী
- প্রকাশের সময় : ০২:২৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪
- / ৭৩ বার পঠিত
বরফঠান্ডাকে জয় করেছেন পোল্যান্ডের এক নারী । বরফের টুকরোভর্তি বড় এক বাক্সে তিন ঘণ্টা ডুবে ছিলেন তিনি। ওই নারীর নাম কাতারজিনা জাকুবোস্কা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ জানিয়েছে, ৪৮ বছর বয়সী কাতারজিনা ঠান্ডা সহ্য করার ক্ষমতার চূড়ান্ত পরীক্ষায় পাস করে নারীদের মধ্যে বিশ্ব রেকর্ড গড়েছেন। বরফে ভর্তি সেই বাক্সে তিনি ৩ ঘণ্টা ৬ মিনিট ৪৫ সেকেন্ড ছিলেন। পুরুষদের মধ্যে এই রেকর্ডের মালিক কাতারজিনারই স্বদেশি ক্রজিসটফ গাজেউস্কি। তিনি বরফের মধ্যে ছিলেন ৩ ঘণ্টা ১১ মিনিট ২৭ সেকেন্ড। কাতারজিনা পেশাদার ডিজাইনার। তিনি নিজের সহ্যক্ষমতা যাচাই করতে ও অন্য নারীদের এই চ্যালেঞ্জে অংশ নিতে উৎসাহিত করতে এ পদক্ষেপ নেন।
কাতারজিনা বলেন, ‘আমি বিশ্বাস করি, নারী হিসেবে আমাদের অনেক শক্তি। আমি লোকজনকে দেখাতে চাই যে আমরা যদি চাই, সেটা করতে পারি।’ এই রেকর্ডের চেষ্টায় নামার আগে কাতারজিনা একগাদা স্বাস্থ্য পরীক্ষার মধ্য দিয়ে গেছেন। কারণ, তিনি নিশ্চিত হতে চেয়েছেন যে এই ঠান্ডা তাঁর স্বাস্থ্যে বিরূপ প্রভাবে ফেলবে না। এই চ্যালেঞ্জের জন্য তিনি তিনবার অনুশীলনের মধ্য দিয়ে গেছেন।
এ ছাড়া হাইপারবারিক অক্সিজেন থেরাপি ও ম্যাসাজের পাশাপাশি নিজেকে ইতিবাচক মনমানসিকতায় সম্মোহিত করে রাখতে হবে, এমন অনেক প্রস্তুতি তিনি নিয়েছেন। কাতারজিনা বলেন, বরফে থাকার সময় তিনি কোনো অস্বস্তি বোধ করেননি। তিনি বলেন, ‘ঠান্ডাটা আমার জন্য বাধা নয়, এর মধ্যে উষ্ণতা খুঁজে পেয়েছি।’ সূত্র : ডেইলি-বাংলাদেশ।