বিজ্ঞাপন :
ভার্জিনিয়ার হাইওয়েতে গাড়ি দাঁড় করিয়ে বিমানের জরুরি অবতরণ

রিপোর্ট:
- প্রকাশের সময় : ০৮:১০:৪০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪
- / ২৪৪ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : হাইওয়েতে গাড়ি দাঁড় করিয়ে, জরুরি অবতরণ করেছে একটি বিমান। দুর্ঘটনা এড়াতে উপায় না পেয়ে এমন ঘটনা ঘটলো যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে। শনিবার (২০ জানুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম টাইম ম্যাগাজিন এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, বিমানটিকে ‘সাউদার্ন এয়ারওয়েজ এক্সপ্রেস ফ্লাইট ২৪৬’ হিসাবে চিহ্নিত করেছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ। ৭ জন আরোহী নিয়ে এই বিমানটি, ওয়াশিংটন ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ল্যাঙ্কাস্টার পেনসিলভানিয়ার উদ্দেশ্যে উড্ডয়ন করে।
তবে উড্ডয়নের ৩৫ মিনিটের মাথায়ই, ভার্জিনিয়ার লাউডাউন কাউন্টি হাইওয়েতে জরুরি অবতরণ করে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করলেও, জরুরি অবতরনের সঠিক কারণ যানায়নি কর্তৃপক্ষ।
হককথা/নাছরিন