বিজ্ঞাপন :
ব্রাজিলে বিমান বিধ্বস্ত, নিহত ৭
রিপোর্ট:
- প্রকাশের সময় : ০৫:২৭:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
- / ১৪৭ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে যাত্রীবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছেন বলে কতৃপক্ষ জানিয়েছে। স্থানীয় সময় রবিবার (২৮ জানুয়ারি) ব্রাজিলের দক্ষিণ-পূর্ব মিনাস গেরাইস প্রদেশে এ ঘটনা ঘটে।
দমকল বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিমানটি সাও পাওলো রাজ্যের ক্যাম্পিনাস থেকে উড্ডয়ন করে। এরপর স্থানীয় সময় সকাল ১০ টা ৩০ মিনিটে মাঝ আকাশেই বিমানটি বিধ্বস্ত হয়।
দমকল বাহিনী জানায়, এ ঘটনায় সাতজন ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে তারা জানিয়েছিল, তিনজনের লাশ উদ্ধার হয়েছে।
বিমানটি যেখানে বিধ্বস্ত হয় সে স্থানটি পাহাড়, ঘাস ও বন-জঙ্গলে ঘেরা ছিল। বিমানের ধ্বংসস্তূপের বেশ কয়টি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে বিমানের ধ্বংসস্তূপ চারদিকে ছড়িয়ে থাকতে দেখা যায়। সূত্র : এএফপি
হককথা/নাছরিন