ইসরায়েলের সঙ্গে বন্দিবিনিময় আলোচনা স্থগিত করল ফিলিস্তিন

- প্রকাশের সময় : ০৭:১৭:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪
- / ৪০ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি সম্পর্কিত আলোচনা স্থগিত করেছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। লেবাননের বৈরুতে ইসরায়েলের ড্রোন হামলায় হামাসের উপপ্রধান সালেহ আল-আরৌরি নিহত হওয়ার পর এমন সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়ার বরাতে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট।
মঙ্গলবার লেবাননের বৈরুতের দক্ষিণে দাহিয়েহ এলাকায় ইসরায়েলের ড্রোন হামলায় আল-আরৌরি তিনি ছাড়াও এই হামলায় আরও পাঁচ হামাস সদস্য নিহত হয়েছেন। নিহত আল-আরৌরি হামাসের পলিট ব্যুরোর একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। তিনি সংগঠনটির সামরিক বিষয়ে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন। এর আগে ইসরায়েলের অধিকৃত পশ্চিম তীরে হামাসের কার্যক্রমের নেতৃত্ব দিয়েছেন তিনি।
হামাসের প্রধান ইসমাইল হানিয়াহ ইসরায়েলি এই হামলার নিন্দা করেছেন। তিনি বলেন, ‘এটি সন্ত্রাসী কর্মকাণ্ড। লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন। হামাসকে পরাজিত করা যাবে না।’ এ ছাড়া আল-আরৌরিকে হত্যার জবাব দেওয়ার কথা জানিয়েছে হামাসের মিত্র হিজবুল্লাহ।
আল-আরৌরি হত্যাকাণ্ডের আগে হামাসের সঙ্গে আরেকটি চুক্তির মাধ্যমে গাজায় বন্দি ইসরায়েলি নাগরিকদের মুক্তির বিষয়ে আশাবাদী ছিল ইসরায়েল সরকার। মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বন্দি পরিবারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি বলেন, হামাসের সঙ্গে চুক্তি করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। যোগাযোগ চলছে। যোগাযোগ বন্ধ হয়ে যায়নি।
তিনি বলেন, হামাস একটি আলটিমেটাম দিয়েছিল। এখন সে বিষয়ে তারা কিছুটা নরম হয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে।
গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে প্রায় ১১৪০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে হামাস। একই দিন হামাসকে নির্মূল এবং বন্দিদের মুক্তি নিশ্চিত করতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল। গত নভেম্বরে সাত দিনের যুদ্ধবিরতি চুক্তির বিনিময়ে ১১০ ইসরায়েলি বন্দিকে হামাস মুক্তি দিলেও এখনো তাদের হাতে শতাধিক বন্দি আছেন।
গতকাল মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ২০৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৩৩৮ জন আহত হয়েছেন। এ নিয়ে তিন মাসের এই যুদ্ধে ২২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
হককথা/নাছরিন