নিউইয়র্ক ০১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

রেকর্ড গড়ে আবারও পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৫:১২:২১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
  • / ৩৬ বার পঠিত

আসিফ আলি জারদারি। ছবি : সংগৃহীত

দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। আজ শনিবার পার্লামেন্ট ও প্রাদেশিক পরিষদে ভোটাভুটিতে ক্ষমতাসীন জোটের প্রার্থী হিসেবে তিনি জয়ী হয়েছেন। এর আগে পাকিস্তানে অন্য কোনো প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হননি। এর মধ্য দিয়ে দেশটিতে নতুন ইতিহাস গড়লেন তিনি।

দেশটির নির্বাচনী প্রিসাইডিং কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে। এছাড়া টেলিভিশনে প্রচারিত সরাসরি অনুষ্ঠানে প্রিসাইডিং কর্মকর্তা বিচারপতি আমির ফারুক জারদারিকে জয়ী হিসেবে ঘোষণা করেছেন।

পাকিস্তানে প্রেসিডেন্টের পদ মূলত আনুষ্ঠানিক। তবে জারদারি পুনর্মিলনে ভূমিকা রাখার জন্য সুপরিচিত। ক্ষমতাসীন জোট সরকারের অংশীদারদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। প্রেসিডেন্ট হিসেবে তিনি দেশটির সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডারের দায়িত্ব পালন করবেন। দেশটি পরিচালনায় সেনাবাহিনী সব সময় ভূমিকা পালন করে আসছে।

পার্লামেন্টের এক বিবৃতি অনুসারে, জারদারি পেয়েছেন ৪১১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কারাবন্দি নেতা ইমরান খানের দলের মনোনীত প্রার্থী মেহমুদ খান আছাকজাই। তিনি পেয়েছেন ১৮১ ভোট। পাকিস্তানে পার্লামেন্টের নিম্নকক্ষ ও উচ্চ কক্ষ ও চারটি প্রাদেশিক পরিষদের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

দেশটির সাবেক ও প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী জারদারি। ২০০৭ সালের ডিসেম্বরে এক আত্মঘাতী বোমা হামলায় বেনজির নিহত হয়েছিলেন। এরপর রাজনীতিতে আলোচনায় আসেন তিনি। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নিয়ন্ত্রণ নেন জারদারি।

২০০৮ সালে তিনি প্রেসিডেন্ট হন এবং ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। নব্বই দশক থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি দুর্নীতির অভিযোগে কারাগারে ছিলেন। যদিও তা আদালতে কখনও প্রমাণিত হয়নি।

হককথা/নাছরিন

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

রেকর্ড গড়ে আবারও পাকিস্তানের প্রেসিডেন্ট জারদারি

প্রকাশের সময় : ০৫:১২:২১ পূর্বাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪

দ্বিতীয় মেয়াদে পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। আজ শনিবার পার্লামেন্ট ও প্রাদেশিক পরিষদে ভোটাভুটিতে ক্ষমতাসীন জোটের প্রার্থী হিসেবে তিনি জয়ী হয়েছেন। এর আগে পাকিস্তানে অন্য কোনো প্রেসিডেন্ট দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হননি। এর মধ্য দিয়ে দেশটিতে নতুন ইতিহাস গড়লেন তিনি।

দেশটির নির্বাচনী প্রিসাইডিং কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে। এছাড়া টেলিভিশনে প্রচারিত সরাসরি অনুষ্ঠানে প্রিসাইডিং কর্মকর্তা বিচারপতি আমির ফারুক জারদারিকে জয়ী হিসেবে ঘোষণা করেছেন।

পাকিস্তানে প্রেসিডেন্টের পদ মূলত আনুষ্ঠানিক। তবে জারদারি পুনর্মিলনে ভূমিকা রাখার জন্য সুপরিচিত। ক্ষমতাসীন জোট সরকারের অংশীদারদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। প্রেসিডেন্ট হিসেবে তিনি দেশটির সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডারের দায়িত্ব পালন করবেন। দেশটি পরিচালনায় সেনাবাহিনী সব সময় ভূমিকা পালন করে আসছে।

পার্লামেন্টের এক বিবৃতি অনুসারে, জারদারি পেয়েছেন ৪১১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন কারাবন্দি নেতা ইমরান খানের দলের মনোনীত প্রার্থী মেহমুদ খান আছাকজাই। তিনি পেয়েছেন ১৮১ ভোট। পাকিস্তানে পার্লামেন্টের নিম্নকক্ষ ও উচ্চ কক্ষ ও চারটি প্রাদেশিক পরিষদের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন।

দেশটির সাবেক ও প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী জারদারি। ২০০৭ সালের ডিসেম্বরে এক আত্মঘাতী বোমা হামলায় বেনজির নিহত হয়েছিলেন। এরপর রাজনীতিতে আলোচনায় আসেন তিনি। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নিয়ন্ত্রণ নেন জারদারি।

২০০৮ সালে তিনি প্রেসিডেন্ট হন এবং ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। নব্বই দশক থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি দুর্নীতির অভিযোগে কারাগারে ছিলেন। যদিও তা আদালতে কখনও প্রমাণিত হয়নি।

হককথা/নাছরিন