রুশ পাঠ্যক্রমে পারমাণবিক যুদ্ধকালে বেঁচে থাকার প্রশিক্ষণ
- প্রকাশের সময় : ০২:৫৬:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ৫৫ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার উচ্চ বিদ্যালয়গুলো শিগগিরই জাতীয় পাঠ্যক্রমের অংশ হিসেবে পারমাণবিক যুদ্ধ পরিস্থিতিতে বেঁচে থাকার প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করবে। কমার্স্যান্ট সংবাদপত্রের বরাত দিয়ে নিউজউইক এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয়ের একটি নথির বরাত দিয়ে সংবাদপত্র কমার্স্যান্ট জানিয়েছে, বেঁচে থাকার প্রশিক্ষণটি ‘মাতৃভূমির নিরাপত্তা ও প্রতিরক্ষার মৌলিক বিষয়’ নামক একটি বিষয়ের অংশ হবে, যা সেপ্টেম্বরে সারা দেশের স্কুলগুলোতে চালু করা হবে।
পাঠ্যক্রমের অংশ হিসেবে ইউক্রেনের সংঘাতের মধ্যে পারমাণবিক যুদ্ধ শুরু হলে কিভাবে নিজেদের রক্ষা করতে হবে সে বিষয়ে শিশুদের প্রশিক্ষণ দেওয়া হবে। শিক্ষার্থীরা ‘যুদ্ধের বৈশিষ্ট্য এবং গণবিধ্বংসী অস্ত্রের ক্ষতিকর প্রভাব, সেই সঙ্গে এসবের বিরুদ্ধে সুরক্ষার পদ্ধতি’ সম্পর্কে শিখবে।
এ ছাড়া প্রাকৃতিক, মনুষ্যসৃষ্ট, জৈবিক-সামাজিক বিপর্যয় এবং সামরিক হুমকির মতো জরুরি পরিস্থিতিতে নিজেদের রক্ষার উপায়ও তাদের শেখানো হবে। প্রাথমিক সামরিক প্রশিক্ষণ, কিভাবে একটি কালাশনিকভ অ্যাসল্ট রাইফেল এবং হ্যান্ডগ্রেনেড ব্যবহার করতে হয়, কিভাবে যুদ্ধে প্রাথমিক চিকিৎসা দিতে হয় এবং আত্মরক্ষার পাঠগুলোও এ পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হবে।
বিষয়টি শিক্ষার্থীদের মধ্যে ‘সামাজিক মিথস্ক্রিয়ায় সহিংসতার প্রকাশের প্রতি অসহিষ্ণুতার’ বোধ জাগিয়ে তুলবে এবং কিভাবে ‘সামাজিক মিথস্ক্রিয়ায় বিপজ্জনক ঘটনা’ শনাক্ত করতে হবে এবং ‘চরমপন্থী ও সন্ত্রাসী কার্যকলাপ’ মোকাবেলা করতে হবে তা শেখাবে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২৩ সালের আগস্টে জাতীয় পাঠ্যক্রমের একটি সংশোধনের অংশ হিসেবে সারা দেশের স্কুলগুলোতে বাধ্যতামূলক সুরক্ষা ও প্রতিরক্ষা কোর্স চালু করার জন্য একটি আইনে স্বাক্ষর করার পর এ খবর এলো। সংশোধিত পাঠ্যক্রমটি আগামী ১ সেপ্টেম্বর থেকে স্কুলগুলোতে পড়ানো হবে।
বেশ কয়েকটি অনুষ্ঠানে পুতিন এবং রুশ কর্মকর্তারা পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার সম্পর্কে মিশ্র সংকেত দিয়েছেন, যা পশ্চিমে সতর্কতা জাগিয়েছে।
অনেক ক্রেমলিনপন্থী প্রচারক ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের দেওয়া সহায়তা ও অস্ত্রের জন্য ন্যাটো অঞ্চলে রাশিয়ার মাধ্যমে বিশ্বযুদ্ধ ও হামলার বিষয়ে সতর্ক করেছে।ক্রেমলিনের এক বিশিষ্ট প্রচারক সম্প্রতি বলেছেন, রাশিয়া যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে সক্ষম। ‘এক ঘণ্টার মধ্যে।’ রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কাছে সম্মিলিতভাবে বিশ্বের প্রায় ৯০ শতাংশ যুদ্ধাস্ত্র রয়েছে। সূত্র : এনডিটিভি
হককথা/নাছরিন