বছরের প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

- প্রকাশের সময় : ০৪:১৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জানুয়ারী ২০২৪
- / ১৪৬ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : শত্রু দেশের সঙ্গে টেক্কা দিতে নতুন ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় গতকাল রোববার (১৪ জানুয়ারি) দুপুরে চলতি বছরে প্রথমবার এ ধরনের পরীক্ষায় নামে দেশটি। বরাবরের মতোই এ ঘটনায় পিইয়ংইয়ংয়ের নিন্দায় সরব হয়েছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও জাপান।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। পররাষ্ট্রমন্ত্রী চো সন হুইয়ের নেতৃত্বে উত্তর কোরিয়ার একটি প্রতিনিধি দল মস্কো সফরে যাওয়ার দিনই এ পরীক্ষা চালানো হয়।
বলা হচ্ছে, এ ক্ষেপণাস্ত্রে সলিড-ফুয়েল ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। পরীক্ষায় কার্যকর ও ধাবমান অবস্থায় ক্ষেপণাস্ত্রের ওপর নিয়ন্ত্রণ নিশ্চিত হওয়া গেছে। তবে এ পরীক্ষা প্রতিবেশী দেশের নিরাপত্তা হুমকিতে প্রভাব ফেলবে না বলে জানায় উত্তর কোরিয়া।
ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে কোরীয় উপদ্বীপের আরেক দেশ দক্ষিণ কোরিয়া। এ উৎক্ষেপণকে জাতিসংঘের দেয়া নিষেধাজ্ঞার লঙ্ঘন বলে এক বিবৃতি দিয়েছে দেশটির সামরিক বাহিনী। ‘উসকানিমূলক’ বলেও বার্তায় উল্লেখ করেছে সিউল।
দক্ষিণ কোরিয়ার পাশাপাশি নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র-জাপানও। এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্য দিয়ে পিইয়ংইয়ং পুরো অঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় বলে দাবি টোকিও ও ওয়াশিংটনের।
হককথা/নাছরিন