রাশিয়া সফরে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী, পুতিনের সঙ্গে বৈঠক
- প্রকাশের সময় : ০৬:২৭:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জানুয়ারী ২০২৪
- / ১৩২ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া সফরে গিয়েছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন-হুই। ক্রেমলিনে তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা বৃদ্ধি প্রসঙ্গে আলোচনা হয়। এ খবর দিয়েছে আরটি।
খবরে বলা হয়, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন গত সেপ্টেম্বরে প্রায় এক সপ্তাহের জন্য রাশিয়া সফর করেন। বিশেষ ট্রেনে করে রাশিয়ার পূর্ব অঞ্চলে ভ্রমণ করেন তিনি। কিম জং উন পুতিন ও প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তার সফরের সময় কিম ভোস্টোচনি কসমোড্রোম প্ল্যান্ট এবং রাশিয়ার পারমাণবিক সক্ষম বিমান ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি পরিদর্শন করেন।
ল্যাভরভ জানিয়েছেন, এই সপ্তাহের আলোচনায় সংস্কৃতি, বাণিজ্য, বিজ্ঞান এবং অন্যান্য ক্ষেত্রে রাশিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে সহযোগিতার বিষয়টি গুরুত্ব পেয়েছে। তিনি আরও বলেন, মস্কো উত্তর-পূর্ব এশিয়ায় স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার পক্ষে সমর্থন অব্যাহত রাখবে। ল্যাভরভ আরও জানান, যুক্তরাষ্ট্রের রাজনীতি ও তাদের আঞ্চলিক মিত্ররা উত্তর কোরিয়ার নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে। এতে পরিস্থিতির উন্নতি থমকে আছে।
আমরা উত্তেজনা বৃদ্ধির দিকে পরিচালিত করে এমন যেকোনো পদক্ষেপ বন্ধের আহ্বান জানাই।
দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলিতে কোরীয় উপদ্বীপে রাজনৈতিক চাপের পুনরুত্থানের মধ্যেই রাশিয়া সফরে গেছেন চো। উত্তর কোরিয়া এই মহড়াকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছে।
হককথা/নাছরিন