নিউইয়র্ক ০৪:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

জার্মান ভিসা আবেদনের নতুন পোর্টাল

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৪:৩০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫
  • / ৮২ বার পঠিত

গোটা বিশ্ব থেকে জার্মানিতে পড়াশোনা, কাজ অথবা পরিবারের সাথে মিলিত হবার জন্য আসতে চাওয়া ব্যক্তিদের আবেদনের জন্য চালু হয়েছে নতুন পোর্টাল৷

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা আবেদনের জন্য সম্প্রতি একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে৷ এই উদ্যোগকে ‘আসল, প্রশাসনিক বিপ্লব’ বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক৷

পোর্টালটি দেখুন এই লিংকে: https://digital.diplo.de/visa
এই ২৮ রকমের ভিসার ক্যাটাগরি থেকে সঠিক ধরনের ন্যাশনাল ভিসা বেছে নিতে পারেন আবেদনকারীরা৷বিশ্বের মোট ১৬৭টি স্থানে রয়েছে জার্মান ভিসা কেন্দ্র৷ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই সব কেন্দ্রের জন্যেই চালু হলো এই পোর্টাল৷

‘চার লাখ দক্ষ কর্মীর ঘাটতি’
এমন বদল ‘বহু দিন ধরে প্রতীক্ষিত ছিল’, জানান পররাষ্ট্রমন্ত্রী৷ নতুন ব্যবস্থার প্রশংসাও করেন আনালেনা বেয়ারবক৷তিনি বলেন, ‘‘প্রতিবছর, জার্মানিতে অন্তত চার লাখ দক্ষ কর্মীর ঘাটতি থাকে৷ এমন সময়ে, সবচেয়ে দক্ষ কর্মীদের আগমনকে জটিল করে দীর্ঘ হাতেলেখা কাগজের আবেদনে সীমিত রাখার প্রয়োজন নেই৷” জার্মানির মতো অভিবাসনের গন্তব্য রাষ্ট্রের জন্য দরকার এমন ভিসা ব্যবস্থা, যা ‘আধুনিক, ডিজিটালবান্ধব ও নিরাপদ’, জানান বেয়ারবক৷ সূত্র : ডয়চে ভেলে

Tag :

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

জার্মান ভিসা আবেদনের নতুন পোর্টাল

প্রকাশের সময় : ০৪:৩০:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

গোটা বিশ্ব থেকে জার্মানিতে পড়াশোনা, কাজ অথবা পরিবারের সাথে মিলিত হবার জন্য আসতে চাওয়া ব্যক্তিদের আবেদনের জন্য চালু হয়েছে নতুন পোর্টাল৷

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা আবেদনের জন্য সম্প্রতি একটি নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করেছে৷ এই উদ্যোগকে ‘আসল, প্রশাসনিক বিপ্লব’ বলে মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক৷

পোর্টালটি দেখুন এই লিংকে: https://digital.diplo.de/visa
এই ২৮ রকমের ভিসার ক্যাটাগরি থেকে সঠিক ধরনের ন্যাশনাল ভিসা বেছে নিতে পারেন আবেদনকারীরা৷বিশ্বের মোট ১৬৭টি স্থানে রয়েছে জার্মান ভিসা কেন্দ্র৷ ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এই সব কেন্দ্রের জন্যেই চালু হলো এই পোর্টাল৷

‘চার লাখ দক্ষ কর্মীর ঘাটতি’
এমন বদল ‘বহু দিন ধরে প্রতীক্ষিত ছিল’, জানান পররাষ্ট্রমন্ত্রী৷ নতুন ব্যবস্থার প্রশংসাও করেন আনালেনা বেয়ারবক৷তিনি বলেন, ‘‘প্রতিবছর, জার্মানিতে অন্তত চার লাখ দক্ষ কর্মীর ঘাটতি থাকে৷ এমন সময়ে, সবচেয়ে দক্ষ কর্মীদের আগমনকে জটিল করে দীর্ঘ হাতেলেখা কাগজের আবেদনে সীমিত রাখার প্রয়োজন নেই৷” জার্মানির মতো অভিবাসনের গন্তব্য রাষ্ট্রের জন্য দরকার এমন ভিসা ব্যবস্থা, যা ‘আধুনিক, ডিজিটালবান্ধব ও নিরাপদ’, জানান বেয়ারবক৷ সূত্র : ডয়চে ভেলে