নওয়াজ প্রধানমন্ত্রী হলে প্রতিশোধের রাজনীতি করবেন: বিলাওয়াল
- প্রকাশের সময় : ০৪:২০:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০২৪
- / ১৪৩ বার পঠিত
নির্বাচনকে সামনে রেখে পাকিস্তানের রাজনীতির মাঠ ক্রমেই উত্তপ্ত হচ্ছে। এরই অংশ হিসেবে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএলএন) প্রধান, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি।
মঙ্গলবার তিনি বলেছেন, আবার যদি ক্ষমতায় আসেন নওয়াজ শরীফ, তাহলে তিনি তার স্বভাবগত প্রতিশোধের রাজনীতির মাধ্যমে দেশের ক্ষতি করবেন। পাঞ্জাবের চিনিওটে এক সমাবেশে বক্তব্যকালে এ কথা বলেন বিলাওয়াল। তিনি বলেন, আমি তাদেরকে (পিএমএলএন) জানি। তাদের মনে আছে ঘৃণা, বিদ্বেষ এবং প্রতিশোধ।
নওয়াজ শরীফকে তিনি মিয়া সাহেব উল্লেখ করে বলেন, মিয়া সাহেবের ক্ষমতার প্রথম ও দ্বিতীয় মেয়াদ স্বৈরাচারী ছাড়া কিছু ছিল না। তাদের রাজনীতি হলো সহিংসতার ওপর ভিত্তি করে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের (পিটিআই) নেতাকর্মীদের তিনি সতর্ক করে দেন। বলেন, যদি নওয়াজ শরীফ চতুর্থ মেয়াদে দেশের প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে তাদের জন্য ভয়াবহ এক পরিণতি অপেক্ষা করছে। নওয়াজ শরীফ শুধুমাত্র নিজেদেরকে নিয়ে ভাবেন। তার একমাত্র উদ্বেগ হলো কিভাবে প্রধানমন্ত্রীর চেয়ারে বসা যায়। সূত্র : মানবজমিন।