নিউইয়র্ক ০৫:০৫ অপরাহ্ন, সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ২১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

কুয়েতে অবৈধদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড়, আটক পাঁচ শতাধিক

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ০৩:৫৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪
  • / ১১০ বার পঠিত

আবাসন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ৫০০ জনের বেশি বাসিন্দাকে আটক করা হয়েছে। কুয়েতের আইনশৃঙ্খলাবাহিনী তিন সপ্তাহে দেশটির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেছে।

গালফ নিউজ স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বলছে, চলতি সপ্তাহে জেলিব আল শুইউখ, আল ফারওয়ানিয়া ও আল ফাহাহিল এলাকায় নিরাপত্তা অভিযান চালিয়ে কয়েকটি দেশের অন্তত ১২০ জন নাগরিককে আটক করা হয়। মূলত অবৈধভাবে কুয়েতে অবস্থানের কারণেই তাদের আটক করা হয়েছে।

কুয়েতের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, অনিয়মিত শ্রমিক, আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের শনাক্ত এবং দেশ থেকে বিতাড়িত করার লক্ষ্যে কুয়েতজুড়ে অভিযান চলমান আছে। সম্প্রতি অবৈধ বাসিন্দাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয় কুয়েত। একইসঙ্গে অবৈধ প্রবাসীদের আশ্রয়দাতাকেও সেখান থেকে নিজ দেশে ফেরত পাঠানোর হুমকি দেয়া হয়েছে। দেশটির নিরাপত্তা সূত্র বলছে, অবৈধ প্রবাসীদের বেআইনিভাবে আশ্রয়দাতা ব্যক্তি কিংবা চাকরিদাতা কোম্পানির বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেয়া হবে।

উল্লেখ্য, দেশটির আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে রেকর্ড ৪২ হাজার প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠায় কুয়েত। চলতি মাসের শুরুর দিকে সরকারি এক আদেশ স্থগিত করার ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর ফলে ২০২০ সালের আগে দেশটিতে পৌঁছানো অবৈধ প্রবাসীরা নির্দিষ্ট জরিমানা প্রদানের বিনিময়ে দেশটিতে বৈধ হওয়ার যে সুযোগ পেতেন, তা থেকে বঞ্চিত হবেন। সূত্র : ডেইলি-বাংলাদেশ।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

কুয়েতে অবৈধদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড়, আটক পাঁচ শতাধিক

প্রকাশের সময় : ০৩:৫৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪

আবাসন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে ৫০০ জনের বেশি বাসিন্দাকে আটক করা হয়েছে। কুয়েতের আইনশৃঙ্খলাবাহিনী তিন সপ্তাহে দেশটির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেছে।

গালফ নিউজ স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে বলছে, চলতি সপ্তাহে জেলিব আল শুইউখ, আল ফারওয়ানিয়া ও আল ফাহাহিল এলাকায় নিরাপত্তা অভিযান চালিয়ে কয়েকটি দেশের অন্তত ১২০ জন নাগরিককে আটক করা হয়। মূলত অবৈধভাবে কুয়েতে অবস্থানের কারণেই তাদের আটক করা হয়েছে।

কুয়েতের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, অনিয়মিত শ্রমিক, আবাসন ও শ্রম আইন লঙ্ঘনকারীদের শনাক্ত এবং দেশ থেকে বিতাড়িত করার লক্ষ্যে কুয়েতজুড়ে অভিযান চলমান আছে। সম্প্রতি অবৈধ বাসিন্দাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয় কুয়েত। একইসঙ্গে অবৈধ প্রবাসীদের আশ্রয়দাতাকেও সেখান থেকে নিজ দেশে ফেরত পাঠানোর হুমকি দেয়া হয়েছে। দেশটির নিরাপত্তা সূত্র বলছে, অবৈধ প্রবাসীদের বেআইনিভাবে আশ্রয়দাতা ব্যক্তি কিংবা চাকরিদাতা কোম্পানির বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেয়া হবে।

উল্লেখ্য, দেশটির আবাসন ও শ্রম আইন লঙ্ঘনের পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে রেকর্ড ৪২ হাজার প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠায় কুয়েত। চলতি মাসের শুরুর দিকে সরকারি এক আদেশ স্থগিত করার ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর ফলে ২০২০ সালের আগে দেশটিতে পৌঁছানো অবৈধ প্রবাসীরা নির্দিষ্ট জরিমানা প্রদানের বিনিময়ে দেশটিতে বৈধ হওয়ার যে সুযোগ পেতেন, তা থেকে বঞ্চিত হবেন। সূত্র : ডেইলি-বাংলাদেশ।