নিউইয়র্ক ০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

কেজরিওয়ালের গ্রেপ্তারে মমতার তীব্র নিন্দা

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১২:০২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪
  • / ৫২ বার পঠিত

ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কর্তৃক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আমি জনগণের দ্বারা নির্বাচিত দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই।’ কেজরিওয়ালকে গ্রেপ্তারের পর তার স্ত্রী সুনিতা কেজরিওয়ালের যোগাযোগ করেন মমতা। কেজরিওয়ালের প্রতি সম্পূর্ণ সমর্থনের কথা জানিয়ে তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

কেজরিওয়ালের এই গ্রেপ্তারিকে গণতন্ত্রের উপর ‘নির্মম আঘাত’ বলে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবে বলেও জানিয়েছেন তিনি।

পাশাপাশি, কেন্দ্রীয় এজেন্সির ‘অপব্যবহার’ করে বিরোধী দলগুলোর কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে বলেও উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ এটা আপত্তিজনক যে নির্বাচিত বিরোধী মুখ্যমন্ত্রীদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হচ্ছে। অথচ, আসল অভিযুক্ত ব্যক্তিরা বিজেপি দলে যোগদান করলে তারা মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন। এটা গণতন্ত্রের ওপর নির্মম আঘাত।’

কেজরিওয়ালের গ্রেপ্তারের বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল শুক্রবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করবেন বলে জানান মমতা। তৃণমূলের প্রতিনিধি দলের সদস্য ডেরেক ও’ব্রায়েন এবং নাদিমুল হক নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন।

এদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তারের ঘটনায় লোকসভা ভোটের ঠিক আগে উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লি। দিল্লির বিভিন্ন জায়গায় আম আদমি পার্টি বিক্ষোভ দেখাচ্ছে। পুলিশের সঙ্গে আপ নেতাকর্মীদের তুমুল ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে।

ভারতের লোকসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন। তার রাজনৈতিক দল আম আদমি পার্টি জানিয়েছে, গ্রেপ্তার হলেও দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়ালই থাকবেন।

কেজরিওয়ালের গ্রেপ্তারের পর দেশের একাধিক বিরোধী দল এর প্রতিবাদ জানায়। কংগ্রেসের রাহুল গান্ধী থেকে শুরু করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনসহ একাধিক শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। সূত্র : একাত্তর টিভি।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

কেজরিওয়ালের গ্রেপ্তারে মমতার তীব্র নিন্দা

প্রকাশের সময় : ১২:০২:১৫ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪

ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কর্তৃক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আমি জনগণের দ্বারা নির্বাচিত দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারের তীব্র নিন্দা জানাই।’ কেজরিওয়ালকে গ্রেপ্তারের পর তার স্ত্রী সুনিতা কেজরিওয়ালের যোগাযোগ করেন মমতা। কেজরিওয়ালের প্রতি সম্পূর্ণ সমর্থনের কথা জানিয়ে তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

কেজরিওয়ালের এই গ্রেপ্তারিকে গণতন্ত্রের উপর ‘নির্মম আঘাত’ বলে উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করবে বলেও জানিয়েছেন তিনি।

পাশাপাশি, কেন্দ্রীয় এজেন্সির ‘অপব্যবহার’ করে বিরোধী দলগুলোর কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে বলেও উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ এটা আপত্তিজনক যে নির্বাচিত বিরোধী মুখ্যমন্ত্রীদের ইচ্ছাকৃতভাবে টার্গেট করা হচ্ছে। অথচ, আসল অভিযুক্ত ব্যক্তিরা বিজেপি দলে যোগদান করলে তারা মুক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন। এটা গণতন্ত্রের ওপর নির্মম আঘাত।’

কেজরিওয়ালের গ্রেপ্তারের বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল শুক্রবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করবেন বলে জানান মমতা। তৃণমূলের প্রতিনিধি দলের সদস্য ডেরেক ও’ব্রায়েন এবং নাদিমুল হক নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন।

এদিকে, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তারের ঘটনায় লোকসভা ভোটের ঠিক আগে উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লি। দিল্লির বিভিন্ন জায়গায় আম আদমি পার্টি বিক্ষোভ দেখাচ্ছে। পুলিশের সঙ্গে আপ নেতাকর্মীদের তুমুল ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে।

ভারতের লোকসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন। তার রাজনৈতিক দল আম আদমি পার্টি জানিয়েছে, গ্রেপ্তার হলেও দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়ালই থাকবেন।

কেজরিওয়ালের গ্রেপ্তারের পর দেশের একাধিক বিরোধী দল এর প্রতিবাদ জানায়। কংগ্রেসের রাহুল গান্ধী থেকে শুরু করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনসহ একাধিক শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। সূত্র : একাত্তর টিভি।