ইসরায়েলি প্রতিষ্ঠানের জাহাজ বন্দরে ভিড়তে দেবে না মালয়েশিয়া
- প্রকাশের সময় : ০৫:১৭:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর ২০২৩
- / ৪৭ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের আন্তর্জাতিক কার্গো শিপিং কোম্পানি জিমের কোনো জাহাজকে নিজেদের বন্দরে ভিড়তে দেবে না মালয়েশিয়া। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বুধবার এ ঘোষণা দিয়েছেন। মালয়েশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, এ নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি বলেছে, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় তারা এ পদক্ষেপ নিয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আজ বুধবার এক বিবৃতিতে বলেছেন, গাজায় মৌলিক মানবিক নীতি ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ইসরায়েলি পদক্ষেপের জবাবে তাঁর দেশ এ নিষেধাজ্ঞা দিয়েছে।
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায়। ইসরায়েলের ভাষ্যমতে, এ হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন। প্রায় ২৪০ জনকে বন্দী করে হামাস। ৭ অক্টোবর থেকেই ইসরায়েল প্রতিশোধমূলক হামলা শুরু করে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, ইসরায়েলের হামলায় প্রায় ২০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের বেশির ভাগই নারী ও শিশু। সূত্র : প্রথম আলো
হককথা/নাছরিন