নিউইয়র্ক ০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞাপন :
মঙ্গলবারের পত্রিকা সাপ্তাহিক হককথা ও হককথা.কম এ আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন +1 (347) 848-3834

তদন্তকারীদের সহায়তা করছেন না কেজরিওয়াল, জেলে প্রেরণ

রিপোর্ট:
  • প্রকাশের সময় : ১১:৪৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪
  • / ১১৫ বার পঠিত

ভারতের গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) মামলায় গ্রেপ্তার হওয়া দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তদন্তকারীদের সহায়তা করছেন না বলে অভিযোগ করেছেন কর্মকর্তারা। তারা বলছেন, কেজরিওয়াল তাদের জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছেন না, বরং ঘুরিয়ে ফিরিয়ে জবাব দিচ্ছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, অসহযোগিতার কথা বলে আদালতে কেজরিওয়ালের কাস্টডি দাবি করেনি ইডি। পরে ১৫ এপ্রিল পর্যন্ত তাকে জেলে প্রেরণের নির্দেশ দেন আদালত।
তবে জেল থেকে স্ত্রী সুনিতা কেজরিওয়াল এবং মন্ত্রী অতিশি ও সৌরভ ভারতরাজের সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছেন আদালত।

২১ রাতে ভারতে আর্থিক অনিয়মের অভিযোগে কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে গ্রেপ্তার হন তিনি। দিল্লির আবগারি নীতি সংক্রান্ত ওই মামলায় কেজরিওয়ালকে জেরা করার জন্য ৯ বার সমন পাঠিয়েছিল ইডি। কিন্তু তিনি আসেননি। এই অভিযোগে গ্রেপ্তার হতে হয় তাকে। ইডির লকআপ থেকেই তিনি রাজ্য পরিচালনা করছেন।

সোশ্যাল মিডিয়ায় খবরটি শেয়ার করুন

তদন্তকারীদের সহায়তা করছেন না কেজরিওয়াল, জেলে প্রেরণ

প্রকাশের সময় : ১১:৪৭:২৬ অপরাহ্ন, সোমবার, ১ এপ্রিল ২০২৪

ভারতের গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) মামলায় গ্রেপ্তার হওয়া দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তদন্তকারীদের সহায়তা করছেন না বলে অভিযোগ করেছেন কর্মকর্তারা। তারা বলছেন, কেজরিওয়াল তাদের জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছেন না, বরং ঘুরিয়ে ফিরিয়ে জবাব দিচ্ছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, অসহযোগিতার কথা বলে আদালতে কেজরিওয়ালের কাস্টডি দাবি করেনি ইডি। পরে ১৫ এপ্রিল পর্যন্ত তাকে জেলে প্রেরণের নির্দেশ দেন আদালত।
তবে জেল থেকে স্ত্রী সুনিতা কেজরিওয়াল এবং মন্ত্রী অতিশি ও সৌরভ ভারতরাজের সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছেন আদালত।

২১ রাতে ভারতে আর্থিক অনিয়মের অভিযোগে কেজরিওয়ালকে গ্রেপ্তার করে ইডি। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে গ্রেপ্তার হন তিনি। দিল্লির আবগারি নীতি সংক্রান্ত ওই মামলায় কেজরিওয়ালকে জেরা করার জন্য ৯ বার সমন পাঠিয়েছিল ইডি। কিন্তু তিনি আসেননি। এই অভিযোগে গ্রেপ্তার হতে হয় তাকে। ইডির লকআপ থেকেই তিনি রাজ্য পরিচালনা করছেন।