অবশেষে জেগে উঠেছে জাপানের ‘মুন স্নাইপার’
- প্রকাশের সময় : ০৫:১৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪
- / ১০৫ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : সৌরবিদ্যুৎ সরবরাহের সমস্যার কারণে এক সপ্তাহ বন্ধ থাকার পর জাপানের মনুষ্যহীন চন্দ্রযান ল্যান্ডার স্লিম বা ‘মুন স্নাইপার’ আবার কাজ করতে শুরু করেছে। জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা) বলেছে, তারা রবিবার (২৮ জানুয়ারি) রাতে ল্যান্ডারের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করতে পেরেছে এবং যে ত্রুটি ধরা পড়েছে তা ঠিক করা হয়েছে।
সংস্থাটি আরো বলেছে, আলোর অবস্থার পরিবর্তনের পর ল্যান্ডার স্লিমের সৌর কোষগুলো আবার কাজ করতে শুরু করেছে। এর আগে গত ২০ জানুয়ারি চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করে জাপানের চন্দ্রযান ‘স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন (স্লিম)’।
অবতরণের পর যানটি শক্তি উৎপাদন করতে পারেনি, কারণ সৌর কোষগুলো সূর্য থেকে বেশ দূরে ছিল। ফলে সৌরবিদ্যুৎ-ব্যবস্থায় মুন স্নাইপারের সমস্যা দেখা দিয়েছিল। ব্যাটারির চার্জের ওপর নির্ভর করতে হচ্ছিল যানটিকে। কিন্তু চার্জ শেষ হয়ে যাওয়ায় আর কোনো নির্দেশনা গ্রহণ করতে পারেনি ল্যান্ডারটি।
এর আগে সৌরবিদ্যুৎ-ব্যবস্থায় সমস্যা প্রসঙ্গে জাক্সার প্রধান হিতোশি কুনিনাকা বলেছিলেন, চাঁদে সৌরকোণ পরিবর্তিত হতে ৩০ দিন সময় লাগে। এই সৌরকোণ বা দিকের পরিবর্তন হলে সূর্যের আলো অন্যদিক থেকে আসে। সেই আলোয় চার্জ হতে পারে স্লিমের সৌরবিদ্যুৎ-ব্যবস্থা। সূর্যের আলোর কোণ পরিবর্তিন হওয়ার ফলে, বিদ্যুৎ সরবরাহের সমস্যার কারণে কর্তৃপক্ষ এটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল।
কিন্তু অবশেষে আশার আলো দেখিয়েছে স্লিম। জাপান যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন, চীন এবং ভারতের পরে বিশ্বের পঞ্চম দেশ হিসেবে পৃথিবীর উপগ্রহে যান অবতরণের কৃতিত্ব অর্জন করল জাপান। জাক্সা এক্স ( সাবেক টুইটার)- এ স্লিমের তোলা একটি ছবি পোস্ট করেছে। কাছাকাছি পাথরের একটি ছবি তুলেছে স্লিম, যেটির ডাকনাম দেওয়া হয়েছে ‘টয় পুডল।’ জাক্সা জানিয়েছে, ল্যান্ডারটি চাঁদের উৎপত্তি সম্পর্কে জানতে পাথরের গঠন বিশ্লেষণ করবে।
মুন স্নাইপার নির্ধারিত স্থানের ৫৫ (১৮০ ফুট) মিটারের মধ্যেই চাঁদের ‘শিওলি কার্টার’ নামের একটি স্থানে অবতরণ করেছে। চাঁদের জন্ম, বিবর্তন নিয়ে তুলে আনা অনেক নতুন তথ্য দিয়ে চাঁদের ইতিহাস নিয়ে অনুসন্ধান এবং এর ফলাফল সম্পর্কে জানতে কত দিন লাগতে পারে তা অনিশ্চিত। সূত্র : বিবিসি
হককথা/নাছরিন