ফিলিস্তিনে ইসরায়েলের ৫৭ দখলদারিত্ব, আন্তর্জাতিক আদালতে ঐতিহাসিক শুনানি কাল
- প্রকাশের সময় : ০৪:৩০:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
- / ১১৬ বার পঠিত
ফিলিস্তিনি ভূখণ্ডে বিগত ছয় দশক (৫৭ বছর) ধরে ইসরায়েল যে দখলদারিত্ব চালিয়ে আসছে, তা নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে (আইসিজে)। আগামীকাল সোমবার দ্য হেগে অবস্থিত আইসিজে কার্যালয়ে এই মৌখিক শুনানি অনুষ্ঠিত হবে। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
শনিবার হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, এই শুনানিতে বিশ্বের ৫২টি দেশ ও ৩টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান অংশ নেবে। ১৯৪৬ সালে আইসিজে প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম এত বেশিসংখ্যক দেশ এই আদালতের শুনানিতে অংশ নিচ্ছে। মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, শুনানিতে এত বেশিসংখ্যক দেশের উপস্থিতি প্রমাণ করেছে যে, কয়েক দশক ধরে চলে আসা সংকটের সমাধানে আন্তর্জাতিক আইন ব্যবহারের প্রতি সমর্থন ক্রমেই বাড়ছে।
হিউম্যান রাইটস ওয়াচের সিনিয়র লিগ্যাল অ্যাডভাইজার ক্লাইভ বল্ডউইন বলেছেন, ‘প্রথমবারের মতো আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের দীর্ঘ ৬ দশকব্যাপী দখলদারিত্ব ও দুর্ব্যবহারের বিষয়টি বড় আকারে আমলে নিয়েছে।’
বল্ডউইন আরও বলেন, ‘যেসব দেশের সরকার আদালতে তাদের যুক্তি উপস্থাপন করছে তাদের উচিত এই যুগান্তকারী শুনানিতে ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্ণবাদ ও নিপীড়নের মতো মানবতাবিরোধী যত গুরুতর অপব্যবহার করছে তা তুলে ধরা।’
এর আগে, ২০২২ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদ আইসিজেকে অনুরোধ করে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে যে নীতি নিয়েছে ইসরায়েল, তার ফল কী হতে পারে সে বিষয়টি পর্যালোচনা করার জন্য। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতেই এই মৌখিক শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
তবে আশঙ্কার বিষয় হলো, এই শুনানি শেষে আইসিজে যে উপদেশই দিক না কেন, তা ইসরায়েলের জন্য মানা বাধ্যতামূলক নয়। কারণ, আইসিজের উপদেশমূলক মতামত সদস্য দেশগুলোর জন্য প্রতিপালন করা বাধ্যতামূলক নয়। তবে এসব উপদেশের নৈতিক ও আইনি প্রেক্ষাপট আছ। যা পরবর্তী সময়ে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিন রাষ্ট্রের সঙ্গে করা অন্যায়ের বিষয়টি আইনিভাবে মোকাবিলার ক্ষেত্রে ভালো সুযোগ তৈরি করবে। সূত্র : আজকের পত্রিকা।