জাতিসংঘ থেকে ইসরাইলকে বহিষ্কার করতে হবে: রাইসি
- প্রকাশের সময় : ০১:১০:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ ফেব্রুয়ারী ২০২৪
- / ৯৫ বার পঠিত
এবার দখলদার ইসরাইলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের দাবি জানালেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি। স্থানীয় সময় রোববার রাজধানী তেহরানে ইরানের ইসলামি বিপ্লবের ৪৫তম বার্ষিকীর শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সমাবেশে, অবৈধ ইসরাইলের সদস্যপদ বাতিলের আহবান জানান তিনি। খবর প্রেস টিভির।
অবরুদ্ধ গাজায় ইসরাইলি গণহত্যার নিন্দা জানিয়ে রাইসি বলেন, বর্ণবাদী ইসরাইল এ পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার চারশ’ ইশতেহার, প্রস্তাব ও ঘোষণা লঙ্ঘন করেছে। তারা জাতিসংঘের প্রস্তাব ও নীতিমালা মানে না। তিনি বলেন, ফিলিস্তিন হচ্ছে মুসলিম বিশ্বের প্রধান ইস্যু। ফিলিস্তিনের প্রতি ইরানের অকুণ্ঠ সমর্থন আগের মতোই অব্যাহত থাকবে।
ইরান বিশ্বের সবচেয়ে স্বাধীন রাষ্ট্র উল্লেখ করে রাইসি বলেন, প্রাচ্য বা পাশ্চাত্যের তাবেদারি না করে স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখার নীতিতে ইরান অটল রয়েছে। ইরান ইস্যুতে শত্রুদের ভাষায় পরিবর্তন এসেছে এবং তারা এখন আর ইরানের বিরুদ্ধে সামরিক উপায় অবলম্বনের কথা চিন্তাও করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
ইরানের প্রেসিডেন্ট বলেন, গণতন্ত্র রক্ষার দাবিদারেরা ফিলিস্তিন ও ইয়েমেনের জনগণের রায়কে মূল্য দিচ্ছে না, তাদের ভোটাধিকারের প্রতি সম্মান দেখাচ্ছে না। এছাড়াও ভাষণে তিনি বিপ্লব পরবর্তী ইরানের নানা ক্ষেত্রে উন্নয়ন ও অগ্রগতির কথাও তুলে ধরেছেন। সূত্র : একাত্তর টিভি।