যুক্তরাষ্ট্রের হামলাকে আগ্রাসন বলে নিন্দা ইরাকের

- প্রকাশের সময় : ০৩:৫৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ৭২ বার পঠিত
আন্তর্জাতিক ডেস্ক : ইরাকি কর্তৃপক্ষ দেশটির সীমান্ত এলাকায় যুক্তরাষ্ট্রের বিমান হামলাকে সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আগ্রাসন বলে অভিহিত করেছে। ইরাকি সরকারের মুখপাত্র বাসেম আল-আওয়াদি বলেছেন যে, ‘এ নির্মম আগ্রাসনের ফলে বেসামরিক নাগরিক সহ ১৬ জন নিহত হয়েছে এবং আরও ২৫ জন আহত হয়েছে।’
‘যুক্তরাষ্ট্রের প্রশাসন ইরাকের বিরুদ্ধে একটি নতুন আগ্রাসন করেছে এবং এর সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, কারণ বোমা হামলায় আকাশাত এবং আল-কাইম অঞ্চলে আমাদের নিরাপত্তা বাহিনীর অবস্থানগুলি এবং সেইসাথে বেসামরিক মানুষের বসতিগুলিকে লক্ষ্যবস্তু করেছে,’ মুখপাত্র বলেন, আন্তর্জাতিক জোট ‘তাদের দায়িত্ব এবং তাদের দেয়া ম্যান্ডেট থেকে বিচ্যুত হয়েছে।’ তার মতে, ইরাকি ভূখণ্ডে জোটের উপস্থিতি দেশটিকে আঞ্চলিক ও আন্তর্জাতিক সংঘাতে জড়িত করার দিকে পরিচালিত করেছে। ‘ইরাকি সরকার ইরাকি ভূখণ্ড রক্ষার জন্য প্রয়োজনীয় সকল প্রচেষ্টা চালাবে,’ তিনি যোগ করেছেন।
বাসেম আল-আওয়াদি আরও উল্লেখ করেছেন যে, সীমান্ত এলাকায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর হামলার বিষয়ে ওয়াশিংটনের বাগদাদের সাথে পূর্ব-সমন্বিত হওয়ার অভিযোগ একটি মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়। ‘আমেরিকান পক্ষ ইচ্ছাকৃতভাবে (ইরাকের সঙ্গে) আগ্রাসনের বিষয়ে পূর্ব সমন্বয়ের দাবি করে মিথ্যাকে সত্য প্রমাণের চেষ্টা করেছে,’ মুখপাত্র বলেছেন। তিনি যোগ করেছেন যে, এ বিষয়ে ওয়াশিংটনের দাবি ‘মিথ্যা এবং আন্তর্জাতিক জনগণকে বিভ্রান্ত করার লক্ষ্যে’।
ইরাকি সশস্ত্র বাহিনীর কমান্ডার-ইন-চীফের মুখপাত্র ইয়াহিয়া রসুল এর আগে বলেছিলেন যে, ইরাকের সীমান্ত এলাকায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বোমাবর্ষণ দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন এবং সমগ্র অঞ্চলে ইরাকের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য অনিচ্ছাকৃত পরিণতি বয়ে আনবে। ইউএস সেন্ট্রাল কমান্ড বলেছে যে, বিমান হামলা, যা ৮৫টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (ইরানী সশস্ত্র বাহিনীর এলিট ইউনিট) এবং সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর কুদস বাহিনীকে লক্ষ্য করে চালানো হয়েছে। সূত্র : তাস।
হককথা/নাছরিন